আলভারেজের জোড়া গোল

লা লিগা

আতলেতিকো মাদ্রিদের গোল উৎসব

লা লিগায় বড় জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদ। গত রাতে রিয়াল ভায়াদোলিদকে তারা নিজেদের মাঠে ৪-২ গোলে হারিয়েছে। স্বস্তির জয়ে আতলেতিকোর হয়ে হুলিয়ান আলভারেজ জোড়া গোল করেছেন। দুটো গোলই তিনি করেছেন পেনাল্টি থেকে।

স্বস্তির জয় পেলেও শিরোপা জয়ের দৌড়ে একটু পিছিয়ে পড়েছে আতলেতিকো মাদ্রিদ। সুযোগটা এখন আর তাদের হাতে নেই। শীর্ষে থাকা দুই দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ যদি পয়েন্ট হারায় তাহলে তাদের সামনে শিরোপা জয়ের সুযোগ আসতে পারে। ৩১তম ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬৩। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে বার্সেলোনা রয়েছে শীর্ষে। আর ৬৬ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ রয়েছে দ্বিতীয় স্থানে। ফলে আতলেতিকো মাদ্রিদের পথটা বেশ কঠিন।

ম্যাচটা আতলেতিকোর জন্য মোটেও স্বস্তির ছিল না। নিজেদের মাঠের এ খেলায় শুরুতেই বড় ধরণের হোঁচট খেয়েছিল আতলেতিকো। সফরকারী দলের হয়ে মামাদু সিলা ২১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। তার এ গোলে থমকে গিয়েছিল আতলেতিকো মাদ্রিদের সমর্থকরা। তবে বেশিক্ষণ তাদের এ গোলের বোঝা বইতে হয়নি। মাত্র ছয় মিনিটের মধ্যে জোড়া গোল পেয়ে এগিয়ে যায় আতলেতিকো মাদ্রিদ। ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আলভারেজ। আর ২৭ মিনিটে গুইলিয়ানো সিমোনো করেন দ্বিতীয় গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতে জাভি সানচেজ গোল করে খেলায় সমতায় ফেরান। সে সঙ্গে উদ্বেগ ছড়িয়ে দেন আতলেতিকো শিবিরে। কয়েক মিনিটের ব্যবধানে আবার জোড়া গোল পায় মাদ্রিদ। ৭১ মিনিটে আলভারেজ পেনাল্টি থেকে গোল করেন। আর ৭৯ মিনিটে আলেক্সান্ডার সরলোথের গোল আতলেতিকোর সহজ জয় নিশ্চিত করে।

Exit mobile version