আলভারেজের দুই, রিয়ালের জালে আতলেতিকোর পাঁচ গোল

লা লিগা

একমাত্র দল হিসেবে লা লিগায় শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছিল রিয়াল মাদ্রিদ। ছয় ম্যাচে ছিল ছয় জয়। অন্যদিকে আতলেতিকো মাদ্রিদের অবস্থা ছিল নাজুক। ছয় ম্যাচে মাত্র দুই জয়। পাশাপাশি রিয়াল মাদিদের কিলিয়ান এমবাপ্পে দুর্দান্ত ফর্মে। ফলে আতলেতিকোর উড়ে যাওয়ার শঙ্কা। তবে শনিবার রাতে যা ঘটেছে তা ছিল অকল্পনীয়। আতলেতিকোর কাছে পাত্তাই পায়নি রিয়াল মাদ্রিদ। খড়কুটোর মতো উড়ে গেছে। নিজেদের মাঠে পেয়ে রিয়াল মাদ্রিদকে মাটিতে নামিয়ে নিয়ে এসেছে হুলিয়ান আলভারেজরা।

হুলিয়ান আলভারেজ জোড়া গোল করেছেন। স্কোরশিটে আতলেতিকোর হয়ে নাম লিখিয়েছেন অ্যান্তেনি গ্রিয়েজমান, আলেক্সান্ডার সোরলোথ ও রবিন লি নরম্যান্ড। সব মিলিয়ে রিয়ালের জালে আতলেতিকো পাঁচবার বল ফেলেছে। অন্যদিকে রিয়ালের হয়ে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে ও আরদা গুলের। সব মিলিয়ে মাদ্রিদ ডার্বিতে ৫-২ গোলে জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদ।

এ জয়ের আতলেতিকো মাদ্রিদ এক লাফে অনেকটা উপরে উঠে এসেছে। সাত ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে তারা চতুর্থ স্থানে। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। তবে বার্সেলোনার কাছে শীর্ষস্থান হারানোর শঙ্কা রয়েছে। কেননা ৬ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে বার্সেলোনা রয়েছে দ্বিতীয় স্থানে।

ম্যাচের ১৪ মিনিটে নরম্যান্ড স্বাগতিক দলকে এগিয়ে নিয়েছিলেন। বেশিক্ষণ এই ব্যবধান তারা ধরে রাখতে পারেনি। ২৫ মিনিটে গোল পরিশোধ করেন কিলিয়ান এমবাপ্পে। শুধু তাই নয়, ৩৬ মিনিটে আরদা গুলের গোল করে আতলেতিকো সমর্থকদের চিৎকার থামিয়ে দেন। রিয়াল এগিয়ে যায় ২-১ গোলে।

কিন্তু পরের ১৮ মিনিটে রিয়াল মাদ্রিদের ওপর দিয়ে একটা ঝড় বয়ে যায়। আর সে ঝড়ে একের পর এক গোলের মালা পরতে হয় রিয়ালকে। বিরতির আগে সোরলোথ গোল করে সমতায় ফেরান। বিরতির পরপরই পেনাল্টি থেকে গোল করে আলভারেজ দলকে এগিয়ে নেন। ৬৩ মিনিটে আলভারেজ আবার গোল করেন আলভারেজ। ৪-২ গোলে পিছিয়ে পড়ার পরও রিয়াল মাদ্রিদের ম্যাচে ফেরার যেটুকু সম্ভাবনা ছিল ইনজুরি সময়ে গ্রিয়েজম্যান সে সম্ভাবনা নষ্ট করে আতলেতিকোকে ৫-২ গোলে এগিয়ে নেন।

Exit mobile version