দলের মূল তারকা লিওনেল মেসি নেই। শেষ মুহুর্তে বাদ পড়েন লাউতারো মার্টিনেজ। আগে থেকে ছিলেন না পাওলো দিবালা,লিসান্দ্রো মার্টিনেজ,রদ্রিগো দি পলরা। মূল তারকা না থাকা সত্ত্বেও দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। উরুগুয়ের মন্টেভিডিওতে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে জয় পেয়েছে। ম্যাচের একমাত্র গোলটি করেন তরুণ তারকা থিয়াগো আলমাদা। ম্যাচের ৬৮ মিনিটে গোলটি করেন।
জয় সত্ত্বেও আর্জেন্টিনার মুখের হাসি কেড়ে নিয়েছে একটা লাল কার্ড। ম্যাচের শেষ মুহুর্তে লাল কার্ড দেখেন নিকোলাস গঞ্জালেস। বিপদজনক খেলার কারণে রেফারি সরাসরি গঞ্জালেসকে লাল কার্ড দেখান।
এ জয়ের ফলে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের নিজেদের অবস্থান আরো সুসংহত করেছে আর্জেন্টিনা। ১৩ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ২৮। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ইকুয়েডর দ্বিতীয় স্থানে। আর তৃতীয় স্থানে থাকা ব্রাজিলের পয়েন্ট ২১।
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা এখনো ছয়টি ম্যাচ বাকি। তবে আর মাত্র এক পয়েন্ট পেলে তাদের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত হয়ে যাবে। পরবর্তী ম্যাচে আর্জেন্টিনা চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে।
মূল তারকাদের বাইরে রেখে শুরু করা এ ম্যাচে শুরুতে আর্জেন্টিনা একটু চাপে ছিল। নিজেদের মাঠে খেলার সুবাদে সুবিধাজনক অবস্থায় ছিল উরুগুয়ে। তবে ধীরে ধীরে আর্জেন্টিনা খেলায় আধিপত্য বিস্তার শুরু করে। তারই সুবাদে ৬৮ মিনিটে গোল পায় আর্জেন্টিনা। একটা পেঁচানো অবস্থার মাঝ দিয়ে বল বের করে হুলিয়ান আলভারেজ তা দিয়েছিলেন থিয়াগো আলমাদাকে। উরুগুয়ের বক্সের ডান প্রান্তে অপেক্ষায় থাকা আলমাদা বলটা ধরে সামনে ঠিক মতো পজিশনে ফেলে পোস্ট লক্ষ্য করে জোরালো শট নেন। তার শট উরুগুয়ের গোলরক্ষকের বা দিক থেকে জালে আশ্রয় নেয়। বলের সঙ্গে তার দূরত্ব এতটাই বেশি ছিল যে, লাফিয়ে তার নাগাল পাননি।
শেষ পর্যন্ত আলমাদার এ গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার এটা ২০০০তম গোল। আর্জেন্টিনার প্রথম গোলটিও ছিল এই মন্টেভিডিওতে, এই উরুগুয়ের বিপক্ষে।