ক্লাব বিশ্ব কাপ ফুটবলে সাবলীল সূচনা হয়েছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের। আরব আমিরাতের ক্লাব আল আইনকে তারা ৫-০ গোলে হারিয়েছে। র্যান্ডল কোলো মুয়ানি, ফ্রান্সিসকো কনসেইকাও ও কেনান ইলদিজ গোলগুলো করেছেন। মুয়ানি ও কনসেইকাও দুটো করে গোল করেন। জুভেন্টাস চারটি গোল করে প্রথমার্ধে।
মধ্যপ্রাচ্যের ক্লাবটি ইউরোপিয়ান ক্লাবের সামনে দাঁড়াতেই পারেনি। তাদের দাপটে গোল বন্যায় ভেসেছে আল আইন। দ্বিতীয়ার্ধে জুভেন্টাস গা ছাড়া ভাব নিয়ে না খেললে আল আইনের গোলের মালাটা আরও বড় হতো। ৩৬ বারের ইতালিয়ান লিগ চ্যাম্পিয়ন জুভেন্টাস ম্যাচের ১১ মিনিটে প্রথম গোল পায়। দশ মিনিট অন্তর তারা গোল ব্যবধান বাড়িয়েছে। ২১ ফ্রান্সিসকো কনসেইকাও আর ৩১ মিনিটে কেনান ইলদিজ গোল করেন। বিরতির আগে আবার স্কোরশিটে নাম লেখন মুয়ানি।
জুভেন্টাস পরের ম্যাচে ওয়াইদাদ কাসাব্লাঙ্কার মুখোমুখি হবে। আর আল আইনকে পরের ম্যাচেও কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। সে ম্যাচে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি।
দিনের অন্য এক ম্যাচে অস্ট্রিয়ান ক্লাব আর বি সালজবুর্গ ২-১ গোলে হারিয়েছে মেক্সিকান ক্লাব পাচুকাকে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















