আল আহলিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে ফ্লুমিনেজ

মিসরের ক্লাব আল আহলিকে হতাশায় ডুবিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেজ। সোমবার রাতে জেদ্দায় কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ফ্লুমিনেজ ২-০ গোলে জয় পেয়েছে। গোল করেন জন আরিয়াস ও জন কেনেডি।

শিরোপা লড়াইয়ে ফ্লুমিনেজ আগামী শুক্রবার ফাইনালে মাঠে নামবে। চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও জাপানের উরাওয়া রেড ডায়মন্ডসের মধ্যেকার অপর সেমিফাইনালে জয়ী দলের বিপক্ষে খেলবে তারা।

ফ্লুমিনেজ ও আল আহলি ক্লাবের মধ্যেকার সেমিফাইনাল ম্যাচটি বেশ উত্তেজনাপূর্ণ ছিল। বিশেষ করে প্রথমার্ধে উভয় দলই নিজেদের রক্ষণভাগে ঠিক রেখে সুযোগ পেলে আক্রমণে যাচ্ছিল। যার ফলে প্রথমার্ধে কোনো দলই গোলের ভালো কোন পায়নি। ৭১ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলের দেখা যায় ফ্লুমিনেজ। রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় মার্সেলো ফাউলের শিকার হলে ফ্লুমিনেজ পেনাল্টি পায়। জন আরিয়াস গোল করে দলকে এগিয়ে নেন। খেলার শেষ বাঁশি বাজার আগে জন কেনেডি দলের জয় নিশ্চিত করেন।

ম্যাচ শেষে মার্সেলো বলেন, ‌আমি ভিন্ন কিছু করার চেষ্টা করেছিলাম। আমি এমন চেষ্টা আমার পুরো ক্যারিয়ার জুড়ে করেছি। ওই সময় ম্যাচটা গোল শূন্য ছিল। আমি বক্সের ভেতর ঢোকার জন্য ড্রিবলিং করেছিলাম। তাকে এমন অবস্থায় ফেলেছিলাম, সে বাধ্য হয়ে ফাউল করে।’

ফ্লুমিনেজ ও আল আহলি ক্লাবের মধ্যে একটা দারুণ মিল ছিল। দক্ষিণ আমেরিকান ক্লাব ফ্লুমিনেজে ব্রাজিলিয়ান খেলোয়াড় ছিলেন ৯ জন। আর মিসরের ক্লাব আল আহলিতে মিসরের খেলোয়াড় ছিলেন ৯ জন।

Exit mobile version