আল হিলালকে হারিয়ে আল আহলি ফাইনালে

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ

গোলের পর আল আহলি ক্লাবের খেলোয়াড়রা

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলাইটে ফাইনালে পৌঁছেছে আল আহলি ক্লাব। গত রাতে তারা অ্যাওয়ে ম্যাচে আল হিলালকে ৩-১ গোলে হারিয়েছে। আল আহলির হয়ে রবার্তো ফিরমিনো, ইভান টনি ও ফেরাস আল ব্রিকান গোল করেন। আল হিলালের হয়ে ব্যবধান কমান সালেম আল দাওসারি।

সৌদি আরবের দুই ক্লাবের মধ্যে এ লড়াইয়ে আল আহলি প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল। রবার্তো ফিরমিনো নবম মিনিটে গোল করার পর ২৭ মিনিটে ইভান টনি গোল করে দলকে স্বস্তিদায়ক অবস্থায় নিয়ে যান। বিরতির আগ মূহুর্তে আল হিলাল ব্যবধান কমায়। ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার ইঙ্গিত দেয়। কিন্তু দ্বিতীয়ার্ধে এক দুর্ঘটনা তাদেরকে ম্যাচ থেকে ছিটকে দয়। ম্যাচের বয়স এক ঘন্টা হওয়ার আগে আল হিলাল দশ জনের দলে পরিণত হয়।

আগামী ৩ মে ফাইনাল অনুষ্ঠিত হবে। আল আহলি ক্লাবের প্রতিপক্ষ হওয়ার জন্য অপেক্ষা করছে আল নাসর ও কাওয়াসাকি ফ্রনটেল। আজ রাতে অন্য সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে তারা।

এবারের জয় আল আহলিকে আবার শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী করে তুলেছে। আগে কখনো তারা এই শিরোপা জয় করতে পারেনি। দুইবার ফাইনালে উঠলেও ব্যর্থ হতে হয়েছে।

Exit mobile version