আল হিলালের গোল উৎসব

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ

গোল উৎসবে আল হিলালের খেলোয়াড়রা

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে গোল বন্যা বইয়ে দিয়েছে সৌদি ক্লাব আল হিলাল। শুক্রবার নিজেদের মাঠ কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার ক্লাব গোয়াংজুকে ৭-০ গোলে হারিয়েছে। এ জয়ের ফলে রেকর্ড পঞ্চম শিরোপা জয়ের পথে এক ধাপ এগিয়ে গেল আল হিলাল।

সেমিফাইনালে আল হিলাল ক্লাবের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। অন্য কোয়ার্টার ফাইনালে আর এক সৌদি ক্লাব আল আহলি ও থাইল্যান্ডের বুড়িয়াম ইউনাইটেডের মধ্যে জয়ী দলের মুখোমুখি হবে তারা।

আল আহলি এর আগে ১৯৯১, ২০০০, ২০১৯ ও ২০২১ সালে শিরোপা জয় করেছে। ক্লাবটি আরো পাঁচবার আসরে ফাইনাল খেলেছে।

ম্যাচে একচ্ছত্র আধিপত্য ছিল আল হিলালের। প্রথমার্ধে তারা ৩-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে তারা চার গোল পায়। সাত গোল করেছেন ভিন্ন সাত খেলোয়াড়।

Exit mobile version