সৌদি ক্লাব আল হিলালে যোগ্য দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেস। তবে সে প্রস্তাব তিনি গ্রহণ করেননি। বরং ম্যানইউতে থাকার কথা জানিয়েছেন এই পর্তুগীজ তারকা।
ব্রুনো ফার্নান্দেসের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের ২০২৭ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। আর এই চুক্তির মেয়াদ পূর্ণ করতে চান তিনি। একটা সূত্র জানিয়েছে, আল হিলাল ফার্নান্দেসের জন্য ১০০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি রয়েছে। তাদের বিশ্বাস ছিল ম্যানইউ যখন আর্থিক সঙ্কটে ভুগছে তখন তাদের এই প্রস্তাব সহজেই মেনে নেবে।
গত মৌসুমে ব্রুনো ফার্নান্দেস ম্যানইউয়ের হয়ে আলো ছড়িয়েছেন। গত মৌসুমে ক্লাবের হয়ে প্রায় সব ম্যাচ খেলেছেন ফার্নান্দেস। ৫৭ ম্যাচে খেলে করেছেন ১৯ গোল। তার থেকে বেশি ম্যাচ খেলেছেন শুধু গোলরক্ষক আন্দ্রে ওনানা।
এ নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো ক্লাব পরিবর্তনের প্রস্তাব ফিরিয়ে দিলেন ফার্নান্দেস। গত বছর সৌদি আরবের পাশাপাশি জার্মানি থেকে প্রস্তাব পেয়েছিলেন ফার্নান্দেস। বায়ার্ন মিউনিখ থেকে যোগ দেওয়ার সুযোগ এসেছিল তার সামনে। কিন্তু সে প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















