লিগস কাপে নেকাক্সার বিপক্ষে খেলার সময় আহত হয়ে মাঠ ছেড়েছেন ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের প্রায় শুরুতে একাদশ মিনিট আহত হয়ে মাঠ ছেড়ে যান আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এ অধিনায়ক।
ড্রিবলিংয়ের সময় নেকাক্সার রাউল সানচেজ ও অ্যালেক্সিস পেনার সঙ্গে সংঘাতে আহত হন তিনি। কিছু সময় তিনি হাঁটার চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত তাকে ডাক্তারের সহায়তা নিতে হয় এবং মাঠ ছেড়ে যান।
ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশচেরানো বলেন, হ্যামস্ট্রিংয়ে সমস্যা দেখা দেওয়ায় মেসি মাঠ ছেড়েছেন। আগামীকালের আগে তার প্রকৃত অবস্থা জানা যাবে না। সম্ভবত কোনো একটা সমস্যা হয়েছে তার। তবে আমরা আশা করছি বড় ধরণের কোনো সমস্যা নয়। কেননা খুব বেশি ব্যথা অনুভব করছে না সে। তবে ঘটনাটি তার জন্য অস্বস্তিকর।
মেসি তার পুরো ক্যারিয়ারজুড়ে বেশ কয়েকবার হ্যামস্ট্রিং সমস্যায় পড়েছেন। সর্বশেষ তিনি বাম পায়ের ইনজুরিতে পড়েছিলেন। যে কারণে বিশ্বকাপ বাছাইয়ের কয়েকটা ম্যাচে তিনি খেলতে পারেননি। এতে অবশ্য আর্জেন্টিনার কোনো সমস্যা হয়নি। তারা এরই মধ্যে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















