ইউরো অঞ্চলের বিশ্বকাপ বাছাই ফুটবলে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে ইংল্যান্ড। সোমবার রাতে নিজেদের গ্রুপ ম্যাচে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে।নিজেদের মাঠের খেলায় তারা লাটভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে। এ জয়ের ফলে দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে রয়েছে।
রিস জেমস, হ্যারি কেন ও এবেরেচি ইজি গোল তিনটি করেন। জেমস ও এবেরেচি সিনিয়র দলের হয়ে প্রথমবারের মতো গোলের দেখা পেয়েছেন। জেমস ৩৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। চেলসির রাইট ব্যাক জেমস ২০২২ সালের পর প্রথমবারের মতো দলে সুযোগ পেয়ে গোল করেছেন।
৬৮ মিনিটে হ্যারি কেন দলের হয়ে দ্বিতীয় গোল করেন। তার এ গোলে ইংল্যান্ডের জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। মাত্র আট মিনিট ব্যবধানে ইংল্যান্ড তৃতীয় গোলের দেখা পায়। এবেরেচি ইজি করেন এ গোলটি।
কে গ্রুপে পাঁচটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। ইংল্যান্ড টেবিলে নেতৃত্ব দিচ্ছে। তারপরেই রয়েছে আলবানিয়া ও লাটভিয়া। উভয় দলের পয়েন্ট তিন। গ্রুপের অন্য দুই দল সার্বিয়া ও অ্যান্ডোর এখনো পয়েন্টের দেখা পায়নি। গ্রুপের শীর্ষ দল বিশ্বকাচের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।