ইতিহাস যেন পাল্টে দিল ব্রাজিল নারী দল। গত বছর ফিনালিসিমায় ইংল্যান্ডের কাছে হারের পর এবার তাদেরই মাঠে প্রতিশোধ নিল সেলেসাও মেয়েরা। মাত্র ২১ মিনিটেই লাল কার্ড দেখে এক খেলোয়াড় হারালেও, শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতেছে ব্রাজিল।
শনিবার রাতে ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে শুরু থেকেই দুর্দান্ত ছিল অতিথিরা। ম্যাচের প্রথম ২০ মিনিটেই ইংল্যান্ডের জালে দুইবার বল জড়িয়ে দেন বিয়া জানেরাত্তো ও দুদিনহা। এরপর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অধিনায়ক অ্যাঞ্জেলিনা।
একজন কম নিয়ে বাকি সময়টা খেলেও পিছিয়ে যায়নি ব্রাজিল। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে এক গোল শোধ করেন ইংল্যান্ডের জর্জিয়া স্টানওয়ে, কিন্তু সমতায় ফিরতে পারেনি ইউরোপ চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ব্রাজিলই মাঠ ছাড়ে ২-১ ব্যবধানে জিতে।
ইংল্যান্ডে ম্যাচটি ঘিরে ছিল প্রচণ্ড উন্মাদনা। ৩৭ হাজার ৪৬০ দর্শক সরাসরি উপভোগ করেছেন এই লড়াই। তবে স্বাগতিক সমর্থকদের জন্য অপেক্ষা করেছে হতাশার রাত।
জয়ের পর ব্রাজিল কোচ আর্থুর ইলিয়াস বলেন,
“লাল কার্ডের আগের আর পরের সময়টা ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রথম ভাগে মেয়েরা পরিকল্পনা নিখুঁতভাবে বাস্তবায়ন করেছে, আর পরে দেখিয়েছে অসাধারণ মানসিক শক্তি। জাতীয় দলের জন্য এমন স্পিরিটই দরকার।”
টানা দুই প্রীতি ম্যাচে জয় পেল ব্রাজিল নারী দল। এর আগে জাপানের বিপক্ষেও জিতেছিল তারা। মঙ্গলবার ইতালির এনিও তারদিনি স্টেডিয়ামে ইতালির মুখোমুখি হবে সেলেসাও মেয়েরা। একইদিন ইংল্যান্ড খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















