ইউরো অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শুভ সূচনা করেছে ইংল্যান্ড। শুক্রবার নিজেদের মাঠের খেলায় তারা ২-০ গোলে হারিয়েছে আলবানিয়াকে। লুইস স্কেলি ও হ্যারিকেন গোল দুটি করেন।
এ জয়ের ফলে ‘কে’ গ্রুপে এক ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে ইংল্যান্ড পাঁচ দলের গ্রুপে নেতৃত্ব দিচ্ছে। সমান ম্যাচে সমান পয়েন্ট পেলেও গোল পার্থক্যে পিছিয়ে থেকে লাটভিয়া রয়েছে দ্বিতীয় স্থানে। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় আলবানিয়া ও লাটভিয়ার অর্জন শূন্য। গ্রুপের পঞ্চম দল সার্বিয়া এখনো মাঠে নামেনি।
কোচ থমাস টুখেলের এটা ছিল প্রথম ম্যাচ। এ ম্যাচে তিনি প্রথমবারের মতো সুযোগ দিয়েছিলেন ১৮ বছর বয়সী তরুণ খেলোয়াড় লুইস স্কেলি। সে সঙ্গে প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পান নিউক্যাসল ইউনাইটেডের ড্যান বার্ন। যদিও ২০ মিনিটে স্কেলির গোলে ইংল্যান্ড এগিয়ে গিয়েছিল কিন্তু পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার মতো খেলা তারা উপহার দিতে পারেনি। তবে ৭৭ মিনিটে হ্যারি কেনের গোল মাঠে উপস্থিত সমর্থকদের স্বস্তি এনে দেয়।
এ ম্যাচে গোলের মাঝ দিয়ে স্কেলি ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন। ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে অভিষেক ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন তিনি।অন্য দিকে হ্যারি কেন তার কীর্তিতে আরো সমৃদ্ধ করেছেন। জাতীয় দলের হয়ে করেছেন ৭০তম গোল।