বাঁচা-মরার ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে প্যারিস অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলো আর্জেন্টিনা। গোলশূন্য প্রথমার্থের পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল তুলে নেয় হাভিয়ের মাশ্চেরানোর ছেলেরা। গোল করেন থিয়াগো আলমাদা ও ক্লদিও এচিভেরি।
‘বি-গ্রুপ’ থেকে রানার্স আপ হিসেবে শেষ আটে জায়গা করে নিয়েছে মরক্কো। ইরাককে ৩-০ গোলে হারিয়েছে প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে চমক দেখানো মরক্কো।
২৪ জুলাই বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ২-১ গোলে পরাজিত হয় আর্জেন্টিনা। বিতর্কিত ওই ম্যাচের একেবারে শেষমুহুর্তে আর্জেন্টিনা ২-২গোলে সমতায় ফেরার পর দর্শকরা মাঠে বোতল নিক্ষেপ করলে খেলা বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘন্টা পর খেলা শুরু হওয়ার পর রেফারিরা জানান, ‘অফসাইডের কারণে আর্জেন্টিনার গোল বাতিল করা হয়েছে।’ পরে তিন মিনিট খেলা হলেও কোন দলই আর গোল পায়নি।
২৭ জুলাই দ্বিতীয় ম্যাচে ইরাককে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা ধরে রাখে। কিন্তু তৃতীয় ম্যাচে ইউক্রেনের বিপক্ষে আলবিসেলেস্তেরা কঠিন পরীক্ষায় পড়বেন বলে সতর্ক করেছিলেন কোচ ও মেসির সাবেক সতীর্থ হ্যাভিয়ের মাশ্চেরানো।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















