ইউক্রেনেকে ৩-০ গোলে হারিয়ে রোমানিয়ার অঘটন

ইউরো ২০২৪

ইউক্রেনকে হারিয়ে এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে অঘটনের জন্ম দিলো রোমানিয়া। ইউরোপ সেরার লড়াইয়ে রোমানিয়ার এটি দীর্ঘ ২৪ বছর পর জয় পাওয়ার ঘটনা। ২৯ মিনিটে স্কোরশিটে প্রথম নাম তোলা রোমানিয়া দ্বিতীয় ও তৃতীয় গোল পায় ম্যাচের ৫৩ ও ৫৭ মিনিটে।

আলিয়াঞ্জ অ্যারেনায় ইউক্রেনের ম্যাচ তাই বাড়তি সতর্ক ছিলো জার্মানির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাশিয়ার সমর্থকরা বিক্ষোভ করতে পারে এমন একটা শঙ্কা ছিলো। মাঠের বাইরে বা গ্যালারিতে রাশিয়ার সমর্থকরা কোন ধরনের বিরুপ পরিস্থিতি তৈরি করতে পারেনি তবে মাঠে অঘটন ঘটিয়েছে রোমানিয়া।

ম্যাচের শুরু থেকে উভয় দলই গোলের জন্য মরীয়া হয়ে চেষ্টা চালায়। নিকোলাস স্টানসিউ ম্যাচের ২৯তম মিনিটে রোমানিয়াকে এগিয়ে দেন। ১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা ইউক্রেন গোল শোধের বদলে আরও পিছিয়ে যায়। ৫৩ মিনিটের সময় রোমানিয়ার মিডফিল্ডার রাজভান মারিন ব্যবধান ২-০ তে নিয়ে যান। এর চার মিনিট পরই ক্রোয়েশিয়াকে ম্যাচ থেকে ছিটকে দেন স্ট্রাইকার ডেনিস ড্রাগুস।

ম্যাচে ৩-০ গোলে জয় পেলেও রোমানিয়ার দখলে বল ছিলো শতকরা ২৯ শতাংশ। সর্বশেষ এই ঘটনা ১৯৮০ সালে ঘটেছিলো।

Exit mobile version