সন হিউং-মিনের বিদায়ের পর টটেনহ্যামের নতুন অধিনায়ক হলেন ক্রিস্তিয়ান রোমেরো। গত এক দশকে ক্লাবটির তৃতীয় অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন আর্জেন্টিনার বিশ্বকাপ ও দুইবারের কোপা আমেরিকা জয়ী এই সেন্টার-ব্যাক।
টটেনহ্যামে চার বছর আগে যোগ দেওয়া রোমেরো আগে সহ-অধিনায়ক ছিলেন জেমস ম্যাডিসনের সঙ্গে। ইউরোপা লিগ জয়ী এই ডিফেন্ডার সামাজিক মাধ্যমে লিখেছেন, “এই সুন্দর ক্লাবের প্রথম অধিনায়ক হওয়া আমার জন্য গর্বের। ক্লাবের ইতিহাসে নিজের নাম লেখাতে এবং একটি ট্রফি জিততে চেয়েছিলাম—আমি তা করতে পেরেছি। এবার নতুন যাত্রা শুরু, আমরা ঐক্যবদ্ধ থাকলে কিছুই অসম্ভব নয়।”
এর আগে আট বছর অধিনায়ক ছিলেন ফরাসি গোলরক্ষক উগো লরিস। তার পর সন এক মৌসুম নেতৃত্ব দেন এবং ইউরোপা লিগ জেতান দলকে। এই মাসে এমএলএসের লস অ্যাঞ্জেলস এফসিতে যোগ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার এই ফরোয়ার্ড।
গতরাতে বুধবার উয়েফা সুপার কাপে পিএসজির বিপক্ষে মাঠে নামে টটেনহ্যাম, যদিও অনেক ভালো খেলেও শিরোপা জিততে পারে নি টটেনহ্যাম। মুল খেলা ২-২ তে ড্র হওয়ার পরে টাই-ব্রেকারে হারে রোমেরোরা। আগামী রোববার প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে তাদের মৌসুম শুরু হবে।
