একটা সময় ক্লাব ফুটবলে দাপুটে দল লিভারপুল এখন আর শীর্ষ সারিতে নেই। এবার চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায়নি ক্লাবটি। এ বছর ইউরোপা লিগ তাদের ঠিকানা। আজ মাঠে নামছে তারা। প্রতিপক্ষ ফ্রেঞ্চ ক্লাব তুলুজ। ফরাসি ক্লাবের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১২ টায়।
অ্যাওয়ে ম্যাচে তুলুজের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে বড় এক মাইলফলকে পা রাখবে অল রেডরা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দ্বিতীয়স্তরে লিভারপুলের এটি ১৫০ তম ম্যাচ। বর্তমানে এটি উয়েফা কাপ নাম পরিচিত। এর মধ্যে ৮১ ম্যাচে জয় তাদের। কোচ ইয়ুর্গেন ক্লপের অধীনে লিভারপুলের ৪৫০তম ম্যাচ এটি। ম্যাচ জয়ের সংখ্যা ২৭৮।
গ্রুপ পর্বের তিন ম্যাচে শতভাগ জয়ের কীর্তি ধরে রেখে নক আউট পর্ব নিশ্চিত করার পথে দলটি। এ ম্যাচে জয় পেলেই নক আউট পর্ব নিশ্চিত হবে তাদের। কাজটি যে খুব কঠিন তা নয়। লিভারপুল এর আগে তিনবার তুলুজের মুখোমুখি হয়েছে। তিনবারই সফল ইংলিশ ক্লাবটি। তাছাড়া ফ্রান্সের ক্লাবের বিপক্ষে বেশ সাফল্য রয়েছে দ্য রেডসদের।
এ পর্যন্ত ফ্রান্সের মাটিতে মোট পাঁচটি ক্লাবের বিপক্ষে খেলেছে লিভারপুল। ১৫বার ফ্রান্স সফর করেছে তারা। অ্যাওয়েতে অবশ্য সাফল্যের হার কম। পাঁচবার জয় নিয়ে ফিরেছে। হেরেছে আট ম্যাচ। ইউরোপিয়ান প্রতিযোগিতায় গ্রুপ পর্বের গত ১৫ ম্যাচের ১৪টিতে জয় পেয়েছে লিভারপুল। তাছাড়া সর্বশেষ ২৭ ম্যাচে একটা মাত্র ম্যাচে হেরেছে দ্য রেডসরা। এ ম্যাচে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চেষ্টা করবেন ইয়ুর্গেন ক্লপ এটাই স্বাভাবিক।
