এর আগে ১৯৭১ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হেরেছিলো গ্রিক ক্লাব প্যানাথিনাইকোস। পরবর্তীতে শিরোপার এতো কাছাকাছি যাওয়ার নজির গড়তে পারেনি আর কোনো গ্রিক ক্লাবই।
অবশেষে গতকাল রাতে এথেন্সের সোফিয়া স্টেডিয়ামে প্রথমবারের মতো শিরোপা জয়ের আনন্দে ভাসে গ্রিকরা। তাঁদের এই উপলক্ষ্য এনে দেয় অলিম্পিয়াকোস। ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনাকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা।
অতিরিক্ত সময়ের ১১৬তম মিনিটে ম্যাচের একমাত্র ও স্মরণীয় গোলটি করেন মরোক্কান স্ট্রাইকার আইউব এল কাবি।
এমন ঐতিহাসিক জয়ের পর গ্রিসের প্রধানমন্ত্রী কাইরিয়াকোস মিতসোতাকিস অলিম্পিয়াকোসকে ‘সত্যিকারের কিংবদন্তি’ বলেছেন। তিনি ‘এক্স’-এ লিখেছেন, ‘অলিম্পিয়াকোস ইউরোপা কনফারেন্স লিগ জিতে ইতিহাস গড়ল! ক্লাব ও গ্রিক ফুটবলের জন্য দুর্দান্ত একটি রাত।’