ইউরোপের শীর্ষ পাঁচ লিগে মৌসুম-সেরা যারা

সমাপ্তি ঘটলো ঘটনাবহুল ২০২৩-২৪ লিগ মৌসুমের। যেখানে প্রত্যাশিত ফলের পাশাপাশি দেখা মিলেছে কিছু চমকেরও। জয়ী দলগুলোর পাশাপাশি চমক এসেছে সেরা খেলোয়াড়ের তালিকাতেও।

স্প্যানিশ লা লিগায় নিজের প্রথম মৌসুমেই রিয়াল মাদ্রিদের জার্সিতে সেরা খেলোয়াড়ের পুরষ্কার জিতেছেন জুড বেলিংহাম। বুন্দেসলিগাতেও ঘটেছে এমন ঘটনা। সেখানে নিজের প্রতিভার ঝলক দেখিয়ে সেরা খেলোয়াড় হয়েছেন ফ্লোরিয়ান ভির্টৎস।

লা লিগায় ১৯ গোল আর ৬ অ্যাসিস্ট নিয়ে মৌসুমের সেরা খেলোয়াড় হয়েছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। পুরো মৌসুম জুড়েই একের পর এক ম্যাচে ভূমিকা রেখেছেন রিয়ালের জয়ে।

এনিয়ে টানা চারবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো ম্যানচেস্টার সিটি। সিটির এবারের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন ইংলিশ তারকা ফিল ফোডেন। তাঁর পা থেকে এসেছে ১৯টি গোল ও ৮টি অ্যাসিস্ট।

লিগ আঁ-তে নিজের শেষ মৌসুমেও গত পাঁচবারের মতো সেরা খেলোয়াড় হয়েছেন ফরাসি তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। পুরো মৌসুমে ২৭ গোলের পাশাপাশি করেছেন ৭টি অ্যাসিস্ট।

১১ গোল আর ১২ অ্যাসিস্ট করে বায়ার লেভারকুসেনকে জার্মান শ্রেষ্ঠত্ব অর্জনে বড় ভূমিকা রেখেছেন ফ্লোরিয়ান ভির্টৎস। জাবি আলোনসোর এই অন্যতম তুরুপের তাস এবারের বুন্দেসলিগার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

সিরিআতে স্বপ্নের এক মৌসুম শেষ করেছেন লাওতারো মার্তিনেজ। ইন্টার মিলানের লিগ শিরোপা পুনরুদ্ধারের ম্যাচে দুর্দান্ত ছন্দে থাকা এই আর্জেন্টাইন স্ট্রাইকার ২৪ গোলের পাশাপাশি আরো ৬ গোলে অবদান রেখে মৌসুমসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

Exit mobile version