ইউরো চ্যাম্পিয়নশিপে আরও একটা মহালড়াই। বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় আজ রাত একটায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও ফ্রান্স। সেমিফাইনালে কোন দলকে এগিয়ে রাখার সুযোগ না থাকলেও পাল্লাটা স্পেনের দিকে এগিয়ে থাকবে।
গ্রুপ পর্ব, রাউন্ড অফ সিক্সটিন ও কোয়ার্টার ফাইনাল মিলিয়ে ছন্দময় ফুটবল খেলে সেমিতে জায়গা করে নিয়েছে স্প্যানিশরা। আর শেষ চারে ফ্রান্সের উঠে আসাটা অনেকটা ভাগ্যের জোরে। আগের পাঁচ ম্যাচে তাদের একমাত্র গোলটি করেছেন কিলিয়ান এমবাপ্পে। অন্য দুই গ্রুপের এক ম্যাচের পাশাপাশি রাউন্ড অফ সিক্সটিনের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচেও জয় পেয়েছে আত্নঘাতি গোলে।
বি-গ্রুপ থেকে দুর্দান্ত ফর্ম নিয়ে শেষ চারের লড়াইয়ে উঠে আসা স্পেন তাদের মিশন শুরু করেছিলো ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে। দ্বিতীয় ম্যাচে ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন ইতালিকে হারায় ১-০ গোলে। দুই জয়ে ‘রাউন্ড অফ সিক্সটিনে’ জায়গা করে নেয়ার পর তৃতীয় ম্যাচে আলবেনিয়ার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে জয় পায় ১-০ গোলে।
নক আউট পর্বের প্রথম ম্যাচে (রাউন্ড অফ সিক্সটিন) জর্জিয়াকে রীতিমতো উড়িয়ে দেয় স্পেন। জয় পায় ৪-১ গোলে। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানির বিপক্ষে এগিয়ে গেলেও ম্যাচের ৮৯তম মিনিটে গোল হজম করতে হয় স্পেনকে। অতিরিক্ত সময়ের গোলে জার্মানদের হৃদয় ভেঙে জায়গা করে নেয় সেমিফাইনালে।
অন্যদিকে, অস্ট্রিয়ার বিপক্ষে আত্নঘাতি গোলে জয় দিয়ে শুরু করে ফ্রান্স। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে গোলশূন্য ড্র। তৃতীয় ম্যাচে পোল্যান্ডের সাথে ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি। যদিও পেনাল্টি থেকে এমবাপ্পের গোলে ৫৬তম মিনিটে লিড নিয়েছিলো বিশ্বকাপের রানার্সআপরা।
দ্বিতীয় রাউন্ডেও ফ্রান্সের জয়টা এসেছে ৮৫তম মিনিটে করা বেলজিয়ামের আত্নঘাতি গোলে। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও পর্তুগালেল ম্যাচটি শেষ হয়েছিলো গোলশূন্যভাবে। শেষে ফলাফল নির্ধারণী টাইব্রেকে ৫-৩ গোলে জয় নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ফরাশিরা।