ইউরোর শেষ ১৬তে কার প্রতিপক্ষ কে?

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ১৭তম আসরের পর্দা উঠে গত ১৫ জুন, জার্মানিতে। ইতিমধ্যে নানা অঘটনের মধ্য দিয়ে শেষ হয়েছে টুর্নামেন্টের গ্রুপ পর্ব। এবার শুরু হচ্ছে নকআউট অর্থাৎ শেষ ষোলোর লড়াই।

গতকাল রাতে পর্তুগালকে জর্জিয়া ও চেক প্রজাতন্ত্রকে হারিয়ে ইউরোর শেষ ষোলোর টিকিট পেয়েছে তুরস্ক। এই দুই লড়াই দিয়ে নিশ্চিত হয়েছে নকআউটের ১৬টি দল।

এবার একনজরে দেখে নেয়া যাক শেষ ১৬তে মুখোমুখি হচ্ছে কোন দলগুলোঃ

সুইজারল্যান্ড বনাম ইতালি – জুন ২৯ – রাত ১০ টা

জার্মানি বনাম ডেনমার্ক- জুন ২৯ – রাত ১ টা

ইংল্যান্ড বনাম স্লোভাকিয়া- জুন ৩০ – রাত ১০ টা

স্পেন বনাম জর্জিয়া – জুন ৩০ – রাত ১ টা

ফ্রান্স বনাম বেলজিয়াম – জুলাই ১ – রাত ১০ টা

পর্তুগাল বনাম স্লোভেনিয়া – জুলাই ১ – রাত ১ টা

রোমানিয়া বনাম নেদারল্যান্ডস – জুলাই ২ – রাত ১০ টা

অস্ট্রিয়া বনাম তুরস্ক – জুলাই ২ – রাত ১ টা

Exit mobile version