ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে মাল্টাকে উড়িয়ে দিলো ইতালি

ফুটবলের সেই অতীতটা এখন আর নেই ইতালির। যদিও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে বর্তমান চ্যাম্পিয়ন তারা তবে গত বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে পারেনি। নতুন বিশ্বকাপের বাছাই পর্ব ইউরো অঞ্চলে এখনো শুরু হয়নি। তবে চলছে ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। গত রাতে নিজেদের মাঠে সেই লড়াইয়ে মাল্টাকে উড়িয়ে দিয়েছে ইতালি। ৪-০ গোলে জয় পেয়েছে। জোড়া গোল করেন বেরার্দি।

এ জয়ে তারা ‘সি’ গ্রুপে পাঁচ দলের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। পাঁচ ম্যাচ থেকে ইতালির সংগ্রহ ১০ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা ইউক্রেনের পয়েন্টও ১০। তবে তারা একটা ম্যাচ বেশি খেলেছে এবং গোল পার্থক্যে পিছিয়ে রয়েছে। পাঁচ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড গ্রুপে নেতৃত্ব দিচ্ছে। আট ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে। দ্বিতীয় স্থানে থাকা দলটি প্লে অফ খেলার সুযোগ পাবে।

‘সি’ গ্রুপে সবচেয়ে দুর্বল দল মাল্টা। এ দলটি এখনো কোনো জয়ের দেখা পায়নি। সেই মাল্টার বিপক্ষে গোল উৎসব করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। স্ট্রাইকার ডোমেনিকো বেরার্দি জোড়া গোল করেছেন।

ম্যাচে বড় জয় পেলেও ইতালি বেশ সমস্যায় পড়েছিল। বিশেষ করে ইনজুরি তাদের স্বাভাবিক খেলার পথে বাধা তৈরি করেছিল। সিরো ইমোবিল, লরেঞ্জো পেলেগ্রিনি, মাতেও রেতেগুই ও ফেডেরিকো চিয়েসাকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল ইতালিকে।

গিয়াকোমো বোনাভেন্তুরা ২৩ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। জাতীয় দলের হয়ে এটা তার প্রথম গোল। এ গোলের মাঝ দিয়ে বোনাভেন্তুরা রেকর্ডের পাতায় স্থান করে নিয়েছেন। সবচেয়ে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় হিসেবে জাতীয় দলের হয়ে প্রথম গোলের দেখা পেয়েছেন তিনি। অভিষেক হওয়ার ১০ বছরেরও বেশি সময় পর ৩৪ বছর ৫৩ দিনে তিনি জাতীয় দলের হয়ে প্রথম গোল করেছেন। বিরতির আগে বেরার্দি ব্যবধান বাড়ানোর পর ৬৪ মিনিটে তিনি দলকে ৩-০ গোলে এগিয়ে নেন।  শেষ মুহুর্তে ডেভিড ফ্রাতেসি গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।

Exit mobile version