ইউরো ফুটবল: চূড়ান্ত পর্বে শক্ত প্রতিপক্ষ পেতে পারে ইতালি

বিশ্ব ফুটবলে বেশ নাজুক অবস্থা ইতালির। সর্বশেষ দুই বিশ্বকাপে তারা বাছাই পর্ব উত্তীর্ণ হতে পারেনি। তবে ইউরো ফুটবলে রমরমা অবস্থায় দলটির। ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে তারা এরই মধ্যে চূড়ান্ত পর্বে পৌঁছেছে। ‘সি’ গ্রুপে রার্নাস আপ হয়ে বর্তমান চ্যাম্পিয়নরা চূড়ান্ত পর্বে পৌঁছেছে। তবে চূড়ান্ত পর্বের লড়াইটা তাদের জন্য বেশ কঠিন হতে পারে।

২০০২ সালের ইউরোতে টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জয়ী দলটি এবারের বাছাই পর্বে আট ম্যাচের মাত্র চারটিতে জয় পেয়েছে।

দশ গ্রুপের শীর্ষ দুই দল করে মোট ২০ দল এরই মধ্যে চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে। এখনও চারটি দল চূড়ান্ত পর্বের টিকিট পাবে। সেই প্লে অফের ড্র আজ।

চূড়ান্ত গ্রুপিংয়ের নিয়মানুসারে ইতালি থাকবে ৪ নম্বর পটে। তাদের গ্রুপে পড়তে পারে তিন নম্বর পটে থাকা নেদারল্যান্ডস। একই সঙ্গে আসতে পারে এক নম্বর পটে থাকা শক্তিশালী এক দল। প্লে অফে মোট ২৪টি দল অংশ নিচ্ছে। প্রতি গ্রুপে চারটি করে দল নিয়ে মোট ছয়টি গ্রুপে খেলা হবে।


পট ১: জার্মানি, পর্তুগাল, ফ্রান্স, বেলজিয়াম,স্পেন ও ইংল্যান্ড।

পট ২: হাঙ্গেরি, তুরস্ক, ডেনমার্ক, আলবানিয়া, রোমানিয়া, অস্ট্রিয়া।

পট ৩: নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র।

পট ৪: সার্বিয়া, ইতালি, সুইজারল্যান্ড, প্লে অফ এ, প্লে অফ বি, প্লে অফ সি।

Exit mobile version