রোববার রাতে নরওয়েকে হারানোর মাধ্যমে ইউরো চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ‘এ’ গ্রুপের অ্যাওয়ে ম্যাচে তারা ১-০ গোলে জয় পেয়েছে। ম্যাচের একমাত্র গোলটি করেন গাবি। এই হারের ফলে আর্লিং হালান্ডের নরওয়ের চূড়ান্ত পর্বে আর খেলা হচ্ছে না।
রোববার রাতে স্পেনের পাশাপাশি ‘এ’ গ্রুপ থেকে স্কটল্যান্ড এবং ‘ডি’ গ্রুপ থেকে তুরস্ক চূড়ান্ত পর্বের টিকিট পেয়েছে। ‘এ’ গ্রুপের দুই দল স্পেন ও স্কটল্যান্ডের পয়েন্ট সমান। উভয় দল ছয় ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে চূড়ান্ত পর্বে পৌঁছে গেছে। উভয় দলের এখনো দুটো করে ম্যাচ বাকি। এদিকে ‘ডি’ গ্রুপের খেলায় তুরস্ক ৪-০ গোলে লাটভিয়াকে হারিয়ে কাঙ্খিক লক্ষ্যে পৌঁছায়।
আগামী বছর জার্মানিতে বসবে ইউরো চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত আসর। তবে এ আসরে খেলা হচ্ছে না বর্তমান সময়ের সেনসেশন আর্লিং হালান্ডের। গত রাতে মাঠে ছিলেন কিন্তু দলের হার এড়াতে পারেননি।
অসলোতে অনুষ্ঠিত ম্যাচে স্পেনের স্পষ্ট আধিপত্য ছিল। কিন্তু গোল পাওয়ার মতো আক্রমণ রচনা করতে তাদের যথেষ্ঠ ঘাম ঝড়াতে হচিছল। এরই মাঝে একবার আলভারো মোরাতো জালে বল ফেলেছিলেন। কিন্তু ভিএআর পরীক্ষা নিরীক্ষার পর গোলটি বাতিল করা হয়। বিরতির পর গাবির গোল নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয়েছে তবে এবার আর রেফারি গোল বাতিল করতে পারেননি।
ম্যাচ শেষে গাবি বলেন, গোলটি বাতিল হলে তা মোরাতোর কারণে। সে অফসাইড পজিশনে ছিল। আমি তাকে দেখতে পাইনি। যাহোক রেফারি গোল অনুমোদন দিয়েছে আর এতেই আমি খুশি।’
নরওয়ে সমতা আনার জন্য মরিয়া হয়ে লড়াই করেছে। গোলের সুযোগ তৈরি করেছিল। কিন্তু স্পেনের বাধায় তাদের আক্রমণগুলো ইতিবাচক পরিণতি পায়নি। তাছাড়া স্পেনের রক্ষণভাগ আলিং হালান্ডকে অনেকটা বোতলবন্দি করে রাখে।