ফুটবল প্রেমীদের খুব পছন্দের টুর্নামেন্ট বিশ্বকাপ। আর বিশ্বকাপের পরেই পছন্দের তালিকায় যে টুর্নামেন্টের নাম থাকে সেটা হল ইউরো কাপ। ইতিমধ্যেই ইউরো কাপের দামামা বেজে গিয়েছে। চলতি মাসেই শুরু হচ্ছে ১৭ তম ইউরো চ্যাম্পিয়নশিপ। ১৪ জুন জার্মানিতে শুরু হবে এই টুর্নামেন্ট।
গার্ড মুলার, মার্কো ভ্যান বাস্টেন, অ্যালান শিয়ারার এবং ফার্নান্দো টরেস বছরের পর বছর এই টুর্নামেন্টের স্কোরিং চার্টের শীর্ষে রয়েছেন। এবার কে হতে যাচ্ছেন এই প্রতিযোগীতার সর্বোচ্চ স্কোরার? এনিয়ে নিজেদের পছন্দের প্রতিযোগীদের তালিকা প্রকাশ করেছে বিবিসি নিউজ। চলুন একনজরে দেখে নেয়া যাক এবারের ইউরোতে সর্বোচ্চ গোলদাতা হতে পারেন কারা-
১- রোমেলু লুকাকু (বেলজিয়াম)
২- কোডি গ্যাকপো (নেদারল্যান্ডস)
৩- জিয়ানলুকা স্কামাক্কা (ইতালি)
৪- রবার্ট লেভান্ডোস্কি (পোল্যান্ড)
৫- ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)
৬- হ্যারি কেন (ইংল্যান্ড)
৭- কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)
৮- রাসমাস হজলুন্ড (ডেনমার্ক)
৯- স্কট ম্যাকটোমিনে (স্কটল্যান্ড)
১০- আলেকজান্ডার মিত্রোভিক (সার্বিয়া)
১১- জেকি আমদুনি (সুইজারল্যান্ড)
১২- আলভারো মোরাতা (স্পেন)
১৩-নিকলাস ফুলক্রুগ (জার্মানি)
ইউরো ২০২৪-এর প্রথম ম্যাচে মুখোমুখি হবে আয়োজক জার্মানি ও স্কটল্যান্ড। এক মাস ধরে চলবে প্রতিযোগিতা। জার্মানির ১০টি শহরে লড়বে দলগুলো। ১৪ জুলাই বার্লিনে হবে ইউরো ২০২৪-এর মেগা ফাইনাল।