মাত্র বাইশ বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে গেলেন ইকুয়েডরের জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মার্কো অ্যাঙ্গুলো। গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হওয়া অ্যাঙ্গুলো দুর্ঘটনার একমাস পর কুইটোর এক হাসপাতালে ইনটেনসিভ কেয়ারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইকুয়েডরের ফুটবল ফেডারেশন মঙ্গলবার এ তথ্য জানায়।
গত মাসের ৭ তারিখ অ্যাঙ্গুলো ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছিলেন। দুর্ঘটনায় তিনি মাথায় মারাত্মক আঘাত পান। তাছাড়া তার ফুসফুসেও আঘাত লেগেছিল। ইকুয়েডরের সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে, দুর্ঘটনায় অ্যাঙ্গুলোসহ পাঁচজনের মৃতু্য হলো।
অ্যাঙ্গুলো ২০২২ সালে জাতীয় দলে ডাক পান। কিন্তু খুব বেশি দিন জাতীয় দলকে সেবা দেওয়ার সুযোগ পেলেন না। তার আগেই তাকে চলে যেতে হলো। অবস্থা ক্রমে খারাপ হওয়ায় গত এক সপ্তাহ তিনি আইসিইউতে ছিলেন।
অ্যাঙ্গুলোর মৃতু্যতে ইকুয়েডরের ফুটবল ফেডারেশন শোক প্রকাশ করে জানিয়েছে, অ্যাঙ্গুলো দারুণ একজন খেলোয়াড় ছিলেন। সে শুধু মেধাবী ছিল তা নয়, সতীর্থ হিসেবেও দারুণ ছিল। তার মৃতু্যতে আমরা গভীর শোক প্রকাশ করছি।