নাটকীয় জয়ে উয়েফা নেশনস লিগের সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে জার্মানি। বৃহষ্পতিবার রাতে অ্যাওয়ে ম্যাচে পিছিয়ে পড়ার পরও ইতালিকে ২-১ গোলে হারিয়ে তারা প্রথম লেগে জয় পেয়েছে। আগামী রোববার ফিরতি লেগের খেলা হবে।
স্যান সিরো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ইতালি ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল। প্রথমার্ধ এই এক গোলেই এগিয়ে ছিল ইতালি। ফলে তাদের সেমিফাইনালে খেলার সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছিল। তবে দ্বিতীয়ার্ধে খেলার চিত্র পাল্টে যায়। জার্মানি জোড়া গোল করে জয় কেড়ে নেয়। ৪৯ মিনিটে টিম ক্লেইনডিয়েনস্ট ও ৭৬ মিনিটে লিওন গোরেতজকা গোল করে দলের জয় নিশ্চিত করেন।
এ জয় সেমিফাইনালের পথে জার্মানিকে অনেকটা এগিয়ে রাখলো। কেননা ফিরতি লেগের ম্যাচ জার্মানির নিজেদের মাঠে খেলবে। যা তাদেরকে বাড়তি সুবিধা দেবে।
তবে ইতালি যে খুব একটা পিছিয়ে থাকবে না তা নয়। তারা ২০০৬ সালের স্মৃতি সামনে আনতে পারে। সে সময়ে তারা বিশ্বকাপ জয় করেছিল। সেমিফাইনালে জার্মানির মাটিতে জার্মানিকে হারিয়েছিল তারা।