ইতালিকে হারিয়ে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন

নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে খেলা আগেই নিশ্চিত করেছে ফ্রান্স ও ইতালি। গ্রুপ সেরা কে হবে তা নিয়ে ছিল দ্বন্দ্ব। রবিবার রাতে ইতালিতে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে সে দ্বন্দ্বের নিষ্পত্তি হয়েছে। ইতালিকে ৩-১ গোলে হারিয়ে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। আড্রিয়েন র্যাবিয়ট জোড়া গোল করেছেন। ফ্রান্সের পাওয়া অন্য গোলটি ছিল আত্মঘাতি। ইতালির হয়ে ক্যাম্বিয়াসো ব্যবধান কমান।

ফ্রান্সের এ জয়ে র্যাবিয়ট ও লুকাস ডিগনের বোঝাপড়াটা বড় ভূমিকা রেখেছে। র্যাবিয়টের দুই গোলেই ভূমিকা ছিল ডিগনের। ম্যাচের দ্বিতীয় মিনিটে ডিগনের পাস থেকে গোল করে র্যাবিয়ট দলকে এগিয়ে নেন। জাতীয় দলের হয়ে এটা তার পঞ্চম গোল। এই গোলের ধাক্কা সামলে উঠতে না উঠতেই ইতালি নিজেদের জালে বল জড়িয়ে দেয়। ২৭ মিটার দূর থেকে ডিগনের নেওয়া ফ্রি কিক পোস্টে লেগে ফেরার পথে ভিকারিওর পায়ে লেগে বল জালে জড়িয়ে যায়।

দুই গোলে পিছিয়ে পড়া দলকে কিছুটা হলেও স্বস্তি এনে দেন ক্যাম্বিয়াসো। আত্মঘাতি গোলের দুই মিনিট পর ৩৫ মিনিটে তিনি ব্যবধান কমান।

দ্বিতীয়ার্ধে আবার র্যাবিয়ট গোল করেন। এবারো তার গোলের রূপকার ডিগনে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য এ জয়টা ফ্রান্সের দরকার ছিল। দুই গোলের লিড নেওয়া সত্ত্বেও ফ্রান্স তাই আরো গোল করার চেষ্টা করে গেছে। কেননা কোয়ার্টার ফাইনালে তারা জার্মানি, স্পেন আর পর্তুগালের মতো শক্তিশালী দলগুলোকে এড়াতে চেয়েছে।

এ জয়ের ফলে ৬ ম্যাচ থেকে ফ্রান্স ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। ইতালির পয়েন্টও ১৩। তবে তারা গোল পার্থক্যে পিছিয়ে পড়ায় দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে বেলজিয়াম, চতুর্থ স্থানে ইসরায়েল। উভয়ের পয়েন্ট ৪।

Exit mobile version