ইতালিকে হারিয়ে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা

বিচ সকার বিশ্বকাপ

২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপানের মাটিতে অনুষ্ঠিত আসরে পঞ্চম শিরোপা জয়ের পর থেকে পরের প্রতিটা আসরই থাকে ব্রাজিলের হেক্সা (ষষ্ঠ) জয়ের মিশন। কিন্তু সে পথে আর হাটা হয় না ব্রাজিলের। এমনকি ২০১৪ সালে ঘরের মাঠে তাদের শিরোপা জয়ের আগাম প্রস্তুতিও বিষাদে পরিণত হয়েছিলো। সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের পরাজয় তাদের ফুটবল ইতিহাসেরই অন্যতম কলঙ্কজনক অধ্যায়। সেই ব্রাজিলের হাতেই এবার ফিফার আরেকটা টুর্নামেন্ট ‘ফিফা বিচ সকার ওয়ার্ল্ডকাপের’ ষষ্ঠ শিরোপা উঠল।

গোলের শুরুটা আগে করেছিল ব্রাজিলের ফাইনাল প্রতিপক্ষ ইতালি। শেষ গোলও করেছে তারা। ফাইনাল ম্যাচে মাঝের সময়টা যে গোলের বন্যা বইয়ে দিয়েছিল সাবেক চ্যাম্পিয়নরা। আর তাতেই শেষ হাসি হেসেছে ব্রাজিল। দুবাইয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ইতালিকে ৬-৪ গোলের হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো শিরোপা জয় করেছে তারা।

২০০৫ সালে শুরু হওয়া বিচ সকার বিশ্বকাপের এটা ছিল দ্বাদশ টুর্নামেন্ট। এর মধ্যে ছয়বারই ব্রাজিল জয় করেছে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম- টানা চার আসরের চ্যাম্পিয়ন তারা। অন্যদিকে ইতালিকে এবারো শূন্যহাতে ফিরতে হলো। এ নিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে তারা ব্যর্থ হলো। টুর্নামেন্টে রাশিয়া তিনবার এবং পর্তুগাল দুইবার শিরোপা জয় করেছে।

এদিন অনুষ্ঠিত স্থান নির্ধারণী ম্যাচে বেলারুশকে ৬-১ গোলে হারিয়ে ইরান তৃতীয় হয়। সেমিফাইনালে ব্রাজিলের কাছে দুই গোলে এগিয়ে থাকার পরও তারা দুর্ভাগ্যজনক ভাবে ২-৩ গোলে হেরে গিয়েছিল।

আগামী বছর সিসিলিতে অনুষ্ঠিত হবে বিচ সকার বিশ্বকাপ। কোনো আফ্রিকান দেশ এবারই প্রথম আয়োজক হতে যাচ্ছে। ২০২৫ সালের মে মাসে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।

Exit mobile version