ইতালিয়ান কাপের কো.ফাইনালে এসি মিলান

সাসুউলোকে উড়িয়ে ইতালিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে এসি মিলান। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ম্যাচে এসি মিলান ৬-১ গোলে হারায় সাসুউলোকে।

ম্যাচের ফল কি হতে পারে তা জানতে খুব বেশি সময় সমর্থকদের অপেক্ষায় রাখেনি এসি মিলান। একের পর এক গোল করে ২৩ মিনিটের মধ্যে সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন স্যামুয়েল-রাফায়েলরা। এ সময়ে চার গোলে এগিয়ে যায় শিরোপা প্রত্যাশী দলটি। দ্বিতীয়ার্ধে তারা আরো দুই গোল পায়।

কোয়ার্টার ফাইনালে এসি মিলানের প্রতিপক্ষ হওয়ার জন্য অপেক্ষায় রয়েছে রোমা ও সাম্পদোরিয়া। এ ম্যাচের জয়ী দলের বিপক্ষে সেমিতে ওঠার লড়াইয়ে নামবে এসি মিলান।

এদিকে মঙ্গলবার রাতের খেলায় মোঞ্জাকে ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বোলোনিয়া।

Exit mobile version