এম্পোলিকে হারিয়ে ইতালিয়ান কাপের ফাইনালে উঠেছে বোলোনিয়া। বৃহস্পতিবার রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ২-১ গোলে জয় পায়। এ জয়ের মাঝ দিয়ে ৫-১ গোল গড়ের জয় নিয়ে তারা ফাইনালের টিকেট পেয়েছে। শিরোপা নির্ধারণী লড়াইয়ে তারা এসি মিলনের মুখোমুখি হবে। আগামী ১৪ মে এসি মিলানের বিপক্ষে ফাইনালে খেলবে তারা। এসি মিলান চির প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে হারিয়ে আগের দিন ফাইনালে খেলা নিশ্চিত করে।
১৯৭৪ সালের পর এই প্রথমবার বোলোনিয়া ইতালিয়ান কাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। ১৯৭৪ সালে ফাইনালে জয়ের মাঝ দিয়ে তারা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করেছিল।
প্রথম লেগ শেষে বোলোনিয়ার ফাইনাল খেলা অনেকটা নিশ্চিত ছিল। কেননা প্রথম লেগে তারা ৩-০ গোলে জয় পেয়েছিল। অ্যাওয়ে ম্যাচে এ ব্যবধান ঘুঁচিয়ে এম্পোলির পক্ষে ফাইনালে ওঠা কঠিন ছিল। সেই কঠিন কাজটি ম্যাচের শুরুতে আরো কঠিন করে দেয় বোলোনিয়ার গিওভান্নি ফ্যাবিয়ান। সপ্তম মিনিটে তিনি গোল করেন। ফলে খেলাকে অন্তত অতিরিক্ত সময়ে নিতে এম্পোলির অন্তত চারটি গোলের দরকার ছিল। কিন্তু একটি গোল করেই থেমে যেতে হয় তাদের। শুধু তাই নয়, ৮৬ মিনিটে ডালিঙ্গা আরো এক গোল করে বোলোনিয়ার জয় নিশ্চিত করে।
ইতালিয়ান কাপ জয়ী দল ইউরোপা কাপ খেলার যোগ্যতা অর্জন করবে। তবে বোলোনিয়া বর্তমানে সেরি আ’তে চতুর্থ স্থানে রয়েছে। যার ফলে তাদের চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকেট পেলে তারা টানা দ্বিতীয়বারের মতো ইউরোপের ফুটবলে ক্লাব ফুটবলে সর্বোচ্চ আসরে খেলার সুযোগ পাবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















