উয়েফা নেশনস লিগে রোববার রাতে অনুষ্ঠিত ফিরতি লেগের ম্যাচগুলো ছিল চরম নাটকীয়তা। একটা ম্যাচ যেন অন্য ম্যাচকে নাটকীয়তায় ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছিল। এ লড়াইয়ে জার্মানি ও ইতালি ম্যাচ ছিল সবার ওপরে। নিজেদের মাঠের খেলায় এক পর্যায়ে ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। ড্র হওয়ার এ ম্যাচে জার্মানির ৫-৪ গোলে এগিয়ে থেকে সেমিফাইনালে পৌঁছেছে।
প্রথম লেগে জার্মানি ২-১ গোলে এগিয়ে ছিল। ফলে নিজেদের মাঠের খেলায় জার্মানির নুন্যতম ড্র দরকার ছিল। কিন্তু জার্মানি একের পর এক গোল করেছে। প্রথমার্ধেই তারা ৩-০ গোলে এগিয়ে যায়। জোসুয়া কিমিচ, জামাল মুসিয়ালা ও টিম ক্লেইনডিয়েস্ট গোল করেন।
ফলে জার্মানির সেমিফাইনালে যাওয়া অনেকটা নিশ্চিত হয়ে যায়। কিন্তু দ্বিতীয়ার্ধে জার্মানির মনে ঠিকই ভয় ধরিয়ে দিয়েছিল ইতালি। একের পর এক গোল তারাও করেছে। ময়সে কিন ৪৯ ও ৬৯ মিনিটে গোল করেন। আর গিয়াকোমো ৯৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন। খেলায় ফেরে সমতা। কিন্তু খেলাকে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে নিতে তাদের আরো একটা গোল দরকার ছিল।তারা তা পায়নি, ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে।