ইতালির লিগ শিরোপা জিতলো ম্যারাডোনার নাপোলি

নাটকীয় এক মৌসুম শেষে আবারও ইতালিয়ান সিরি আ শিরোপা ঘরে তুলল নাপোলি। ২০২২–২৩ মৌসুমে দীর্ঘ ৩৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল নাপোলি। এবার এক মৌসুম বিরতির পর ২০২৪–২৫ মৌসুমেও তারা শিরোপা পুনরুদ্ধার করল।

শেষ দিন পর্যন্ত জমে থাকা শিরোপা লড়াইয়ে ইন্টার মিলান ও নাপোলির মধ্যে পয়েন্টের ব্যবধান ছিল মাত্র ১। দুই দলই জয় পেলে শিরোপা যেত নাপোলির হাতে। এমন সমীকরণেই কাল রাতে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামে তারা। ইন্টার ২–০ গোলে কোমোকে হারালেও, একই ব্যবধানে জয় পেয়েছে নাপোলিও কালিয়ারির বিপক্ষে।

শিরোপা নির্ধারণী এই ম্যাচে গোল করেছেন দলের দুই প্রধান ভরসা রোমেলু লুকাকু ও স্কট ম্যাকটমিনে। প্রথমার্ধে মাতেও পলিতানোর ক্রসে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে গোল করেন ম্যাকটমিনে। দ্বিতীয়ার্ধে লুকাকু প্রায় অর্ধ মাঠ পেরিয়ে একক প্রচেষ্টায় করেন দলের দ্বিতীয় গোল।

পুরো মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা লুকাকু করেছেন ১৪ গোল ও ১০ অ্যাসিস্ট, আর ম্যাকটমিনের গোল ১২, অ্যাসিস্ট ৭টি। মৌসুমসেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পেয়েছেন এই স্কটিশ মিডফিল্ডার।

এই শিরোপা জয়ে ইতিহাস গড়েছেন কোচ আন্তনিও কন্তে। তিনি প্রথম কোচ হিসেবে তিনটি ভিন্ন ক্লাব—জুভেন্টাস, ইন্টার এবং নাপোলির হয়ে সিরি আ জয়ের কৃতিত্ব অর্জন করলেন।

Exit mobile version