উদিনিজকে হারিয়ে ইতালি কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ইন্টার মিলান। বৃহষ্পতিবার নিজেদের মাঠের খেলায় তারা ২-০ গোলে জয় পায়। মার্কো আরনাউতোভিচ ও আসলানি গোল দুটি করেন। দুটি গোলই হয় প্রথমার্ধে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইন্টার মিলান আগামী ফেব্রুয়ারিতে ল্যাজিও’র মুখোমুখি হবে।
স্যান সিরোতে অনুষ্ঠিত বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ইন্টার মিলানের আধিপত্য ছিল স্পষ্ট। তবে গোল পেতে তাদের আধাঘন্টা অপেক্ষায় থাকতে হয়েছে। এ সময়ে মেহদি তারেমির কাছ থেকে বল পেয়ে আরনাউতোভিচ গোল করে দলকে এগিয়ে নেন।
বিরতির আগ মুহুর্তে স্বাগতিক দল গোলের ব্যবধান দ্বিগুন করে। অসাধারণ এক গোল ছিল এটি। আসলানি কর্নার কিক থেকে সরাসরি গোলটি করেন। দ্বিতীয়ার্ধে ইন্টার মিলান অনেক বেশি আক্রমণাত্মক থাকলেও ব্যবধান বাড়াতে পারেনি। এ সময়ে কোচ দলের সর্বোচ্চ স্কোরার লাউতারো মার্টিনেজকে মাঠে নামালেও ব্যবধান বাড়াতে পারেনি ইন্টার। বিশ্বকাপ জয়ী লাউতারোর সঙ্গে গোলের যেন একটা আড়ি হয়েছে। এক মাসেরও বেশি সময় তিনি গোল পাচ্ছেন না।