ইতিহাসের পাতায় রদ্রিগো

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অব সিক্সটিনে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গোল করেছেন রদ্রিগো। ম্যাচের শুরুতে গোল করেন তিনি। এই গোলের মাঝ দিয়ে তিনি ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ২৫ গোল করার তালিকায় স্থান করে নিয়েছেন তিনি। পঞ্চম সর্বকনিষ্ঠ হিসেবে এই কীর্তি গড়েছেন রিয়াল মাদ্রিদে খেলা এই ব্রাজিলিয়ান।

সর্বকনিষ্ঠ হিসেবে গোল করার কীর্তিতে রদ্রিগো নাম লিখিয়েছেন আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি ও রাউল গঞ্জালেসের সঙ্গে। তালিকায় সবার উপরে রয়েছেন আর্লিং হালান্ড। ২২ বছর ৪৭ দিনে তিনি ২৫ গোল করার কীর্তি দেখান। চ্যাম্পিয়ন্স লিগে যখন ২৫ গোল করেন তখন এমবাপ্পের বয়স ছিল ২২ বছর ৮০ দিন। লিওনেল মেসি ২২ বছর ২৮৬ দিনে এই কীর্তি গড়েছিলেন। রাউল গঞ্জালেস যখন এই কীর্তি গড়েন তখন তার বয়স হয়েছিল ২৩ বছর ২৫২ দিন। রদ্রিগো এই কীর্তি গড়েছেন ২৪ বছর ৫৪ দিন।

Exit mobile version