পেলে বেঁচে থাকলে কষ্ট পেতেন!

বুধবার শেষ হয়েছে ব্রাজিলিয়ান লিগ ফুটবল। মৌসুমব্যাপী সবচেয়ে স্থিতিশীল দল পালমেইরাস এবারের লিগ শিরোপা জয় করেছে। ক্রুজেইরোর সঙ্গে ১-১ গোলে ড্র করে ক্লাব ইতিহাসে দ্বাদশবারের মতো শিরোপা জিতেছে দলটি।

তবে শেষ দিনে আলোচনার কেন্দ্রে ছিল সান্তোস ক্লাব। ব্রাজিলের কিংবদন্তী পেলের ছোটবেলার ক্লাব সান্তোসের অবনমন হয়েছে এবার।

১১১ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো ক্লাবটি প্রথম বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে নেমে গেল।

ব্রাজিলের প্রথম বিভাগ লিগে সাধারণত ২০টি ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে শীর্ষ ১৬ দল প্রথম বিভাগে টিকে থাকে। বাকি চার দল দ্বিতীয় বিভাগে নেমে যায়।

সান্তোসের সামনে প্রথম বিভাগে টিকে থাকার সুযোগ ছিল। কিন্তু ভাগ্য তাদের সহায় না থাকায় অবনমন মেনে নিতে হয়েছে।

৩৮ ম্যাচ শেষে সান্তোসের পয়েন্ট ৪৩। তাদের ওপরে থাকা দল বাহিয়ার পয়েন্ট ৪৪। অথচ এ ম্যাচে মাঠে নামার আগের বাহিয়ার ওপরে অবস্থান ছিল সান্তোসের। সান্তোসের ছিল ৪৩ পয়েন্ট। বাহিয়ার ৪১ পয়েন্ট। কিন্তু শেষ ম্যাচ বাহিয়া ৪-১ গোলে অ্যাটলেটিকো মিনেইরোকে হারিয়ে সান্তোসকে টপকে যায়। ভাস্কো দা গামাও ছিল সান্তোসের নিচে। কিন্তু শেষ ম্যাচে তারা উত্তেজনাপূর্ণ ম্যাচে ব্রাগান্তিনোকে হারিয়ে সান্তোসকে পেছনে ফেলে দেয়।

শেষ ম্যাচে ফোর্টালেজার কাছে ২-১ গোলে হেরে যাওয়ায় সান্তোসের সব আশা শেষ হয়ে যায়। ৩৯ মিনিটে মারিও সের্জিও সফরকারী ফোর্টালেজাকে এগিয়ে নিয়েছিলেন। ৫৮ মিনিটে সান্তোসের মেসিয়াস গোল করে সান্তোসের সম্ভাবনা ফিরিয়ে এনেছিলেন। এই গোল শুধু সান্তোসের সম্ভাবনা ফিরিয়ে এনেছিল তা নয়, রেলিগেশনের ঝুঁকিতে ঠেলে দিয়েছিল ভাস্কো দা গামা ও বাহিয়াকে।

কিন্তু শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে ফোর্টালেজার হুয়ান মার্টিন গোল করে সান্তোস সমর্থকদের স্তদ্ধ করে দেন। পেলে ও নেইমারের সাবেক ক্লাবের অবনমন এই গোলেই নিশ্চিত হয়ে যায়।

Exit mobile version