ইতিহাস গড়ে কিউইদের হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা-নিউ জিল্যান্ড

সিরিজের দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়ে জিতেছে শ্রীলঙ্কা। ইনিংস ও ১৫৪ রানে কিউইদের হারায় তারা। তবে প্রথম ইনিংসে ব্যাটিং ধসে পড়া নিউজিল্যান্ড দ্বিতীয়ভাগে কিছুটা লড়াই করেছে। কিন্তু তাতেই লজ্জা এড়াতে পারেনি।

তিন ব্যাটারের হাফঞ্চুরিতেও ইনিংস ব্যবধানে হার এড়াতে পারেনি। নিশান পেইরিসের চমৎকার বোলিংয়ে রেকর্ড গড়া জয়ে কিউইদের হোয়াইটওয়াশ করে ছাড়ল শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে এটিই তাদের সবচেয়ে বড় জয়। ১৯৯৮ সালে এই গলেই জিতেছিল ইনিংস ও ১৬ রানে। এবার গলে প্রথম টেস্টে শ্রীলঙ্কার জয় ছিল ৬৩ রানে।

স্বাগতিক শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ৬০২ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৮৮ রান গুটিয়ে যায় কিউইরা। ফলে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৫১৪ রানের লিড পায়। ফলো-অন করায় দ্বিতীয় দফায় ব্যাটিংয়ে নেমে ৩৬০ রান করে সফরকারীরা।

Exit mobile version