একের পর এক ইতিহাস গড়ে চলেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। গত মাসে ঋতুপর্ণারা প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল। এবার জুনিয়র দলও সেই সাফল্য অর্জন করেছে। অনূর্ধ্ব-২০ নারী দল এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে পৌঁছেছে বাংলাদেশ।
রোববার ‘এইচ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের মেয়েরা চূড়ান্ত পর্বে পৌঁছাতে পারতো। কিন্তু দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হার বাংলাদেশকে অনিশ্চয়তায় ঠেলে দেয়। অপেক্ষায় থাকতে হয় অন্য ম্যাচের জন্য। ‘ই’ গ্রুপের ম্যাচে চীন আমাদের উদ্ধারকর্তা হয়ে দেখা দেয়। সে ম্যাচে চীন বড় ব্যবধানে লেবাননকে হারানোয় বাংলাদেশের পথ খুলে যায়।
এছাড়া ‘বি’ গ্রুপের কিরগিজস্তান ও ভিয়েতনামের ম্যাচটিও ছিল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সেখানে বাংলাদেশের কোনো সমস্যা হয়নি।
মূলত প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি চূড়ান্ত পর্বে পৌঁছেছে। অন্যদিকে গ্রুপের রানার্স আপ দলেরও সুযোগ ছিল চূড়ান্ত পর্বে যোগ দেওয়ার। তবে সব রানার্সআপ দলের জন্য নয়। আট গ্রুপের আট রানার্স আপের মধ্যে সেরা তিন দল চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছে। বাংলাদেশের পাশাপাশি রানার্স আপ হয়ে চূড়ান্ত পর্বে সুযোগ পেয়েছে জর্ডান ও চীন তাইপে। এছাড়া রানার্স আপ হয়েও বাদ পড়েছে হংকং, ইরান, লেবানন, ইন্দোনেশিয়া ও নেপাল। এদের মধ্যে হংকং, ইরান ও লেবাননের বাংলাদেশের সমান ৬ পয়েন্ট থাকলেও তারা গোল পার্থক্যে পিছিয়ে থাকায় ছিটকে পড়ে।
