ইতিহাস গড়ে সাফ শিরোপা জিতলো বাংলাদেশ

ঘরের মাঠে ফেভারিট নেপাল ম্যাচের শুরুটাও করেছিলো ফেভারিটের মতোই। তবে স্বাগতিকদের শিরোপা জয়ের পরিকল্পনা ভেঙে দেন বাংলাদেশ অনুর্ধ্ব-২০ দলের গোলরক্ষক আসিফ হোসেন ও ম্যাচ জয়ের নায়ক মিরাজুল ইসলাম। ফাইনাল ম্যাচে ৪-১ গোলে নেপালকে উড়িয়ে সাফ অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা উঁচিয়ে ধরেছে বাংলাদেশ।

স্বাগতিকদের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেছেন সামির। আর বাংলাদেশের হয়ে মিরাজুলের জোড়া গোলের সাথে বাকি দুই গোল করেছেন রাব্বি হোসেন রাহুল ও নোভা।

প্রথমার্ধের অতিরিক্ত সময় শেষ হওয়ার আগ মুহূর্তে ফ্রি কিক পায় বাংলাদেশ। এই ফ্রি কিক থেকেই দুর্দান্ত শটে নেপালের জাল খুঁজে নেন বাংলাদেশের মিরাজুল। তাতেই এগিয়ে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বাংলাদেশ বিরতি থেকে ফিরলে ম্যাচের ৫৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিরাজুলই। পোস্টের সামনে ফাঁকায় দাঁড়ানো মিরাজুল হেডে বল পাঠিয়ে দেন জালে।

ম্যাচের ৭০তম মিনিটে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। মিরাজুল হ্যাটট্রিক করার সুযোগ পেলেও তা না করে পাস দেন সতীর্থ রাহুলকে। অনায়াসেই বল ঠিকানায় পাঠান বাংলাদেশি ফরোয়ার্ড।

শেষ পর্যন্ত ৮০তম মিনিটে নেপালের হয়ে একটি গোল শোধ করেন সামির। কিন্তু তাতে শুধু ব্যবধানটাই কমেছে। বড় জয় নিয়েই সাফের শিরোপা নিজেদের করে নিয়ে মাঠ ছেড়েছে মারুফুল হকের দল।

এর আগেও বয়সভিত্তিক এই টুর্নামেন্টে তিনবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। যেখানে প্রতিবারই তাঁদের নিতে হয়েছে হারের তিক্ত স্বাদ। ২০১৭ সালের নেপালের বিপক্ষে হারের পর ২০১৯ ও ২০২২-এ দুবারই ভারতের বিপক্ষে হেরেছে যুবারা।

Exit mobile version