ইত্তিহাদে শেষ ম্যাচ খেলে ফেললেন ডি ব্রুইন

ইতি হয়ে গেল ম্যানচেস্টার সিটির সঙ্গে কেভিন ডি ব্রুইনের দশ বছরের সম্পর্কের। শেষটা মোটেও স্বস্তিদায়ক হলো না ডি ব্রুইনের। গত ১০ বছরে ক্লাবের হয়ে ১৬টি ট্রফি জয়ে সঙ্গী হলেও শেষ মৌসুমটা ট্রফিহান থাকতে হয়েছে ব্রুইনকে। তবে ইত্তিহাদ স্টেডিয়ামে শেষ ম্যাচটা জয়ের স্মৃতি সঙ্গী হয়ে থাকছে তার। গতকাল এ মাঠে অনুষ্ঠিত খেলায় তার দল বোর্নেমাউথের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে।

শেষ ম্যাচে ডি ব্রুইন কোনো গোল পাননি।তবে ম্যানসিটির বিদায়ের উৎসবটা দারুণভাবে উপভোগ করেছেন। ব্রুইনের শেষ ম্যাচ উপলক্ষে ইত্তিহাদ স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ ছিল। মাচ শেষে তিনি বলেন, এটা ছিল অবিশ্বাস্য এক সফর। আমি সমর্থকদের আনন্দ দিতে চেয়েছিলাম। খেলতে চেয়েছিলাম আক্রমণাত্মক খেলা। শেষ পর্যন্ত ক্লাবের জন্য আমি কিছু একটা করতে পেরেছি, আমি গর্বিত।

ডি ব্রুইনের অবদান স্মরণীয় করে রাখতে ম্যানসিটি কর্তৃপক্ষ তার একটা মূর্তি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে ব্রুইন বলেন, এ মূর্তির অর্থ হচ্ছে আমি সবসময়ের জন্য ক্লাবের অংশ হয়ে থাকবো।’

এদিকে ব্রুইনের বিদায় উপলক্ষে কোচ পেপ গার্দিওলা বলেন, দশ বছরে অনেক অনেক ম্যাচ, অনেক ট্রফি, অনেক চমৎকার মুহুর্ত তৈরি হয়েছে। তবে আজ আমাদের জন্য একটা কস্টের দিন। তাকে আমরা আর আমাদের মাঝে পাব না।

Exit mobile version