ইনজুরিতে নেইমার আট মাস মাঠের বাইরে

উরুগুয়ের বিপক্ষে আহত হয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন নেইমার।

বিশ্বকাপ বাছাইয়ে উড়ছে আর্জেন্টিনা, উড়ছেন লিওনেল মেসি। ঠিক বিপরীত অবস্থায় চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল। সর্বশেষ ম্যাচে উরুগুয়ের কাছে হেরেছে তারা। তার থেকে বড় বিষয় ইনজুরি কাটিয়ে পেরুর বিপক্ষে ফুরফুরে মেজাজে ফিরেছেন মেসি। একই দিনে আহত হয়ে মাঠ থেকে ছিটকে গেছেন ব্রাজিলের নেইমার। তার বাম হাঁটুর মাংসপেশী ছিড়ে গেছে। ফলে লম্বা একটা সময়ের জন্য মাঠ থেকে ছিটকে গেলেন ব্রাজিল তারকা। বুধবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এ তথ্য জানিয়েছে।

৩১ বছর বয়সি নেইমারকে এখন অস্ত্রোপচার টেবিলে যেতে হবে। অবশ্য কবে নাগাদ সেটি এখনও চূড়ান্ত হয়নি। সিবিএফ জানিয়েছে এই ইনজুরি তাকে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে। অন্তত আট মাস তাকে জাতীয় দলের বাইরে থাকতে হবে। ফলে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি খেলতে পারবেন না। অবশ্য জাতীয় দলের জার্সিতে আগামী বছরের জুনে অনুষ্ঠেয় কোপা আমেরিকায় নেইমারকে দেখা যেতে পারে।

নেইমারের এই ইনজুরি সৌদি আরবের ক্লাব আল হিলালের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সিবিএফ জানিয়েছে,‌ ব্রাজিল এবং আল হিলাল নেইমারের কিছু পরীক্ষা নিরীক্ষা করিয়েছে। সে সময় তার লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।’

বুধবার সকালে অ্যাওয়ে ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের ৪৪ মিনিটের সময় নেইমার আহত হন। তার অবস্থা যে মারাত্মক তখনই তা কিছুটা আঁচ করা গিয়েছিল। ব্যথায় কাতরাচ্ছিলেন তিনি। তাৎক্ষণিক তার চিকিৎসা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়।

জাতীয় দলের জার্সিতে ১২৯ ম্যাচ খেলে ৭৯ গোল করেছেন নেইমার। ব্রাজিলের জার্সিতে সর্বাধিক গোল তার। গত ফেব্রুয়ারিতে একবার তার পায়ের গোড়ালি মচকে যায়। কাতার বিশ্বকাপের সময়ও একই অবস্থায় হয়েছিল তার।

আসলে সময়টা ভালো যাচ্ছে না নেইমারের। উরুগুয়ের বিপক্ষে তার দল হেরেছে। ২২ বছরের মধ্যে এই প্রথম উরুগুয়ের কাছে ব্রাজিল হারলো। তার আগের ম্যাচে নিজেদের মাঠে ভেনেজুয়েলার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে। এ ম্যাচে তার পারফরম্যান্সে দর্শকরা ক্ষিপ্ত হয়ে তার মাথায় পপকর্ন ঢেলে দেয়।

নেইমারকে বাদ দিয়ে বিশ্বকাপ বাছাইয়ে কমপক্ষে দুটো ম্যাচ খেলতে হবে ব্রাজিলকে। এই দুই ম্যাচের একটাতে তাদের প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। অন্য ম্যাচটি কলাম্বিয়ার বিপক্ষে। আর্জেন্টিনার ম্যাচে তারা স্বাগতিক। কলাম্বিয়ার বিপক্ষে ম্যাচটি অ্যাওয়ে ম্যাচ।

Exit mobile version