বাংলাদেশ সময় আগামী ২১ ও ২৬ মার্চ ভোরে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। কিন্তু দলে জায়গা হয়নি অধিনায়ক লিওনেল মেসির। ইন্টার মায়ামির হয়ে ম্যাচ খেলার সময় ইনজুরিতে পড়ে তিন সপ্তাহের হন্য মাঠের বাইরে চলে গেছেন এলএম-টেন।
২২ মার্চ স্বাগতিক উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে। পরের ম্যাচ অর্থাৎ ২৬ মার্চ ব্রাজিলের বিপক্ষে ঘরের মাঠে খেলনে লিওনেল স্কালোনির দল। এই ম্যাচটি শুরু হবে ভোর ৬টায়।
আর্জেন্টিনা স্কোয়াডঃ
এমিলিয়ানো মার্টিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, হেরমান পেসেলা, লিওনার্দো বালেরদি, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারাদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, এজেকিয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, মাক্সিমো পেরোনে, জুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন দমিনগেজ, থিয়াগো আলমাদা, নিকোলাস গঞ্জালেস, নিকোলাস পাজ, আনহেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ ও সান্তিয়াগো কাস্ত্রো।