চাইনিজ তাইপের বিপক্ষে বসুন্ধরা কিংস অ্যারেনায় আগামী ৩১ মে ও ৩ জুন দু’টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। এই দুই ম্যাচে দলের গুরুত্বপূর্ণ সদস্য মিডফিল্ডার মারিয়া মান্ডাকে পাচ্ছে না বাংলাদেশ। সদ্য সমাপ্ত নারী ফুটবল লিগে গত মঙ্গলবারের ম্যাচে ইনজুরিতে পড়েন মারিয়া।
জাতীয় দলের নিয়মিত ও গুরুত্বপূর্ণ সদস্য মারিয়ার অনুপস্থিতিতে লাল-সবুজ জার্সিতে নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছেন গত ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ শিরোপাজয়ী দলের মিডফিল্ডার মুনকি আক্তার।
এর আগে দলের অন্তর্বর্তীকালীন ইংলিশ কোচ পিটার জেমস বাটলার অনূর্ধ্ব-১৯ দলের তিন খেলোয়াড়কে চাইনিজ তাইপের বিপক্ষে প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা করে দিয়েছেন। এরা হলেন গোলরক্ষক ইয়ারজান বেগম, স্ট্রাইকার মোসাম্মত সাগরিকা ও সুরভী আকন্দ প্রীতি।
মারিয়া মান্ডার জায়গায় মুনকি আক্তারকে দলে নেয়ার প্রেক্ষিতে বাটলার বলেন, ব্যাপারটা এমনই যে, একজনের দুর্ভাগ্যের কারণে অন্যজনের সামনে নিজেকে মেলে ধরার সুযোগ চলে আসে।’
এদিকে, বাংলাদেশ দলের খেলোয়াড়দের সতর্ক করে ব্রিটিশ এই কোচ বলেন, দলের মধ্যে আত্নতুষ্টি ও প্রতিদ্বন্দ্বিতা না থাকার অভ্যাসের কারণে ক্ষতিটা শুরু হয়। ফলে সবাইকেই সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ নারী ফুটবল দল:
গোলরক্ষক: রুপনা চাকমা, মোসাম্মত ইয়ারজান বেগম ও সাথি বিশ্বাস।
ডিফেন্ডার: মাসুরা পারভিন, আফঈদা খন্দকার, শামসুন্নাহার সিনিয়র, সুরমা জান্নাত, কোহাতি কিসকু, শিউলি আজিম (সহ-অধিনায়ক), আনাই মগিনি ও নিলুফা ইয়াসমিন নিলা।
মিডফিল্ডার: মনিকা চাকমা, স্বপ্না রাণি, মুনকি আক্তার, সানজিদা আক্তার, সুমাইয়া মাৎসুশিমা, রিতু পর্না চাকমা ও শাহেদা আক্তার রিপা।
ফরোয়ার্ড: সাবিনা খাতুন (অধিনায়ক), শামসুন্নাহার জুনিয়র, তহুরা খাতুন, মোসাম্মদ সাগরিকা ও সুরভী আক্তার প্রীতি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















