নতুন বছর এখনো আসেনি, শেষ হয়নি বর্তমান বছর। ২০২৩ সাল শেষ হতে এখনো পাঁচ সপ্তাহের বেশি সময় বাকি। স্প্যানিশ লিগের দলগুলো এই সময়ে অন্তত পাঁচটি করে ম্যাচ খেলবে। তবে লিওনেল মেসির ফুটবল মৌসুম শেষ। ক্লাব ফুটবল তো আগেই শেষ হয়েছে। বুধবার শেষ হলো জাতীয় দলের মিশনও।
তবে শেষটা ভালো হলো না বিশ্বকাপ জয়ী অধিনায়কের। ইনজুরিকে সঙ্গী করে ২০২৩ ফুটবল মৌসুম শেষ করতে হলো মেসিকে। বুধবার দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের বিপক্ষে খেলায় আহত হন তিনি। চির প্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে ১-০ গোলে পাওয়া জয়ের ম্যাচে ইনজুরির কারণে তাকে আগেভাগে মাঠ ছেড়ে যেতে হয়। ৭৮ মিনিটে মাঠ ছেড়ে যাওয়া মেসি গ্রোয়েন ইনজুরিতে ভুগছেন।
ম্যাচ শেষে মেসি বলেন,আমি বেশ ব্যথা অনুভব করছি। এ বছরে এটা ছিল আমার শেষ ম্যাচ। সুতরাং নতুন বছরে আগে সুস্থতা ফিরে পেতে যথেষ্ঠ সময় পাচ্ছি।
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে ফাউলের ব্যাপক ছড়াছড়ি ছিল। ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার খেলোয়াড়দের ফাউল করে খেলতে থাকে ব্রাজিল। প্রথমার্ধে ২২ ফাউলের ১৬ টি করেছিলো ব্রাজিলের ফুটবলাররা। ফলে আর্জেন্টিনার একাধিক খেলোয়াড় আহত হয়েছে। মেসিকে তো মাঠের বাইরে গিয়ে ডাক্তারের সহায়তাও নিতে হয়েছে।
মেসি অবশ্য এ বছরের প্রায় বেশির ভাগ সময় কমবেশি ইনজুরিতে ভুগছেন। গত বৃহষ্পতিবার পেরুর বিপক্ষে মেসি পুরো ৯০ মিনিট খেলেছিলেন। ২১ অক্টোবরের পরই এটাই ছিল তার খেলা প্রথম পূর্ণ ম্যাচ।
ইনজুরির কারণে মাঠ ছাড়লেও খেলার ফলে খুশি মেসি। এই প্রথম বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে হারানোর কৃতিত্ব দেখিয়েছে। মেসি বলেন, এই দলটি ঐতিহাসিক সব অর্জন অব্যাহত রেখেছে। ব্রাজিল নিজের মাটিতে সবসময় দারুণ শক্তিশালী এক দল। তাদের মাটিতে তাদের হারানোর দারুণ এক ব্যাপার।