এবারের কোপাতেও দিবালাকে নিশ্চয়ই দলে নিতে চাইবেন কোচ লিওনেল স্কালোনি। কিন্তু ইনজুরির সাথে লড়ছেন দিবালা। ইতালিয়ান সেরি-আ লিগে রোমার হয়ে লিগের শেষ দুই ম্যাচে নিজের ইনজুরি মুক্তির বিষয়টি প্রমাণে মুখিয়ে আছেন বিশ্বকাপ জেতা এই স্ট্রাইকার।
পাবলো দিবালা এক আক্ষেপের নাম। ক্যারিয়ারের সেরা সময়ে থেকেও আর্জেন্টিনার জাতীয় দলে নিয়মিত হতে পারেননি। একটাই কারণ; মেসি ও তার পজিশন যে একই। এই নিয়ে মেসি ও দিবালা উভয়েই বিষয়টি নিয়ে খোলাখুলি আলাপ করেছেন।
অবশ্য কোচের জন্য দিবালা এক ভরসার নাম। যেমনটি হয়ে এসেছিলেন কাতার বিশ্বকাপের পেনাল্টি শ্যুটআউটের আগে। টাইব্রেকার নিশ্চিত হয়ে যাওয়ার ব্যাপারটি বুঝতে পেরে ঠান্ডা মাথার দিবালাকে মাঠে নামিয়েছিলেন স্কালোনি। আস্থার প্রতিদান দিয়েছিলেন দিবালা। আর্জেন্টিনার হয়ে মেসি প্রথম শট নেয়ার পর দ্বিতীয় শটের জন্য দিবালাকেই বেছে নিয়েছিলেন কোচ স্কালোনি।
এবারের কোপাতেও দলের অন্যতম ভরসা হতে পারেন দিবালা। বিশেষকরে বয়সের কারণে মেসিকে হয়তো সব ম্যাচেই পুরো ৯০ মিনিট নাও খেলাতে পারেন কোচ। সে জায়গায় ৩০ বছর বয়সি দিবালাকে পাওয়া দলটার জন্য সোনায় সোহাগা। দিবালাও দলের সাথে যুক্ত হতে নিজের আগ্রহের কথা জানিয়েছেন।
আগামী ১৯ মে গেনোয়া ও ২৬ মে এম্পোলির মাঠে লিগের শেষ দুই ম্যাচে মাঠে নামবে রোমা। সেরি-আ’তে চলতি মৌসুম রোমার হয়ে খেলা দিবালা গত মৌসুমে জুভেন্টাসের হয়ে আলো ছড়িয়েছেন। সেই জুভেন্টাসের বিপক্ষেই গত ৬ মে ম্যাচের প্রথমার্থে মাংশপেশিতে চোট পান দিবালা।
চোটের কারণে উয়েফা ইউরোপা লিগে বায়ার লেভারকুজেন ও সেরি-আ লিগে আটালান্টার বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ম্যাচে মাঠে নামতে পারেননি দলের নাম্বার টেন।
ইউরোপা লিগে সেমিফাইনালের ফিরতে লেগে ২-২ গোলে ড্র করেও প্রথম লেগে ২-০ গোলে হেরে আসায় ছিটকে যায় রোমা। আর আটালান্টার বিপক্ষে লিগ ম্যাচে ২-১ গোলে হেরে যাওয়ায় চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার শংকায় রয়েছে ক্লাবটি।
আটালান্টার কাছে হারের ফলে ৬০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠস্থানে নেমে গেছে রোমা। আর ৬৩ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে আটালান্টা।
রোমার কোচ ড্যানিয়েল ডি রসি দলের অন্য খেলোয়াড়দের সাথে দিবালাকে অনুশীলন করাচ্ছেন। আগামী কয়েকদিনের মধ্যে তার সুস্থতার বিষয়ে আশা প্রকাশ করেছেন কোচ।
আগামী ২০ থেকে ১৪ জুলাই অনুষ্ঠেয় কোপার জন্য নিজেকে পুরোপুরি ফিট প্রমানের জন্য রোমার হয়ে পরের দুই ম্যাচে নিজেকে মাঠে নামানোর জন্য দিবালাও নিজেকে প্রস্তু করছেন পুরো দমে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















