এনএফএল তারকা ট্র্যাভিস কেলসিকে বিয়ে করতে যাচ্ছেন পপ আইকন টেলর সুইফট। নিজেদের বাগদানের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দেন এই তারকা যুগল। মুহূর্তেই তা ভাইরাল হয়, এমনকি ইনস্টাগ্রামে পোস্ট প্রকাশের পর প্ল্যাটফর্মটিও কিছু সময়ের জন্য অচল হয়ে পড়ে।তবে যতটা আলোড়ন তুলেছে সুইফটের বাগদানের পোস্ট, ততটা বড় রেকর্ড গড়তে পারেনি। বাধা হয়ে দাঁড়িয়েছে লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের সেই ঐতিহাসিক মুহূর্ত।
২০২২ সালে কাতার বিশ্বকাপ ট্রফি হাতে মেসির ছবিটি মাত্র ৪০ মিনিটে পৌঁছে গিয়েছিল ১ কোটির বেশি লাইক। টেলরের বাগদানের ছবি সেই সংখ্যায় পৌঁছাতে নিয়েছে এক ঘণ্টা তিন মিনিট। বর্তমানে মেসির পোস্টে ইন্টারঅ্যাকশন ছাড়িয়েছে ৭ কোটি ৪০ লাখের বেশি। অন্যদিকে তিন ঘণ্টা পরও টেলরের পোস্ট লাইক দাঁড়িয়েছে ১ কোটি ৫০ লাখে। ভবিষ্যতে মেসির রেকর্ড ছোঁয়ার সামান্য সম্ভাবনা থাকলেও সেটি যে কঠিন—তা স্পষ্ট।
দুই বছর ধরে সম্পর্কে থাকা সুইফট ও কেলসে ভিন্ন জগতের তারকা হলেও প্রেমে একসূত্রে বাঁধা পড়েছেন দৃঢ়ভাবে। টেলরের ‘ইরাস ট্যুর’-এর সময় মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে কনসার্ট দেখতে হাজির হয়েছিলেন মেসি ও তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। আর ২০২৩ সালে আর্জেন্টিনার বুয়েনাস আইরেসে কনসার্টে প্রথমবার প্রকাশ্যে কেলসের সঙ্গে চুম্বন বিনিময় করে বিশ্বজুড়ে আলোচনায় আসেন সুইফট।
তারকাখচিত বাগদান নিয়ে তুমুল আলোড়ন তৈরি হলেও ইনস্টাগ্রামে মেসির বিশ্বকাপ জয়ের পোস্ট যে এখনো সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে—সেটিই আরও একবার পরিষ্কার হলো।
