ইন্টারকে উড়িয়ে পিএসজি চ্যাম্পিয়ন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

চ্যাম্পিয়ন্স লিগের নতুন চ্যাম্পিয়ন প্যারিস সেন্ত জার্মেই

ফুটবল বিশেষজ্ঞরাও কল্পনা করতে পারেনি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেন্ত জার্মেই যে এমন কাণ্ড করবে তা কারো কল্পনাতেও ছিল না। আবার ইন্টার মিলান যে এভাবে বিধ্বস্ত হবে তাও কেউ ভাবতে পারেনি। তবে সব কল্পনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্যারিস সেন্ত জার্মেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছে। শনিবার জার্মানিতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ইন্টার মিলানকে একপেশে ম্যাচে ৫-০ গোলে হারিয়ে প্রথমবারের ইউরোপিয়ান ক্লাবের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে প্যারিস সেন্ত জার্মেই। এ বিজয়ে স্কোরশিটে নাম লিখিয়েছেন দেজিরে দুয়ে, খিচা কাভারেস্কাইয়া, সেনি মাইয়ুলু ও আশরাফ হাকিমি। দুয়ে করেছেন জোড়া গোল।

২০২০ সালেও ফাইনালে উঠেছিল প্যারিস সেন্ত জার্মেই। সেবার বায়ান মিউনিখের কাছে হারতে হয়েছিল পিএসজিকে। এবারও স্বপ্ন ভঙ্গের ভয় ছিল। তবে ইন্টার মিলানকে সেই সুযোগ দেয়নি। ম্যাচের ২০ মিনিটের মধ্যে প্যারিস সেন্ত জার্মেইয়ের সমর্থকদের উৎসবের প্রস্তুতি নেওয়ার সংকেতটা দিয়ে দেন দেজিরে দুয়ে ও আশরাফ হাকিমি। দ্বাদশ মিনিটে আশরাফ হাকিমি ও বিশতম মিনিটে দেজিরে দুয়ে গোল করেন। বিরতির আগে আর প্যারিস সেন্ত জার্মেই গোল পায়নি। ইন্টার মিলান ব্যবধানও কমাতে পারেনি।

তবে বিরতির পর ইন্টার মিলানকে গোলের মালা পরিয়েছে প্যারিস সেন্ত জার্মেই। খিচা কাভারেস্কাইয়া, সেনি মাইয়ুলু ও দেজিরে দুয়ে গোল করেছেন আর ইন্টার মিলানের লজ্জা বাড়িয়েছেন। দেজিরে ৬৩ মিনিটে ও খিচা কাভারেস্কাইয়া ৭৩ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন। আর ৮৬ মিনিটে সেনি মাইয়ুলু যখন গোল করেন তখন একটা রেকর্ডও করে ফেলে ফ্রান্সের দলটি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সবচেয়ে বড় জয়ের রেকর্ড।

Exit mobile version