ইন্টার মিলানকে স্তদ্ধ করে ইতালিয়ান সুপার কাপ জয় করেছে এসি মিলান। রিয়াদে সোমবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা দুই গোলে পিছিয়ে থাকার পরও ৩-২ গোলের জয় নিয়ে শিরোপা জয় করেছে।
লাউতারো মার্টিনেজ ও মেহদি তারেমির গোলে এগিয়ে থাকা ইন্টার মিলানের স্বপ্ন ধূলিস্যাত করে থিও হার্নান্দেজ, ক্রিশ্চিয়ান পুলিসিক ও টামি আব্রাহাম।
হ্যাটট্রিক চ্যাম্পিয়ন ইন্টার মিলানের সামনে টানা চতুর্থবার শিরোপা জয়ের হাতছানি ছিল। তেমনই সম্ভাবনা তৈরি করেছিল তারা। যদিও এসি মিলানের সঙ্গে প্রথমার্ধের প্রায় পুরোটা সময় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। প্রথমার্ধের ইনজুরি সময়ে লাউতারো মার্টিনেজের গোলে ইন্টার মিলান এগিয়ে যায়। বিরতির পরপরই মেহদি তারিমে গোল করে দলকে দুই গোলে এগিয়ে নেন। কিন্তু থিও হার্নান্দেজ ৫২ মিনিটে গোল করে ব্যবধান কমান। আর ৮০ মিনিটে পুলিসিক গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। টামি আব্রাহাম ইনজুরি সময়ে গোল করে ইন্টার মিলানের স্বপ্ন ধূলিস্যাত করে দেন।
এ জয়ের ফলে দায়িত্ব নিয়েই শিরোপা দেখা পেলেন এসি মিলানের কোচ কনসেকাও। গত সপ্তায় তিনি পাওয়া ফনসেকার স্থলাভিষিক্ত হন। ম্যাচে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে তিনি খেলোয়াড়দের সঙ্গে আনন্দে মেতে ওঠেন। অন্যদিকে হতবাক ইন্টার মিলানের খেলোয়াড়রা মাঠে বসে পড়েন।