স্বপ্ন ছিল ট্রেবল জয়ের। সেই পথেই ছিল ইন্টার মিলান। কিন্তু এমন একটা হোঁচটে পথচু্যত হতে হবে তা হয়তো কল্পনাতেও আনতে পারেনি। ইতালিয়ান কাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেছে তারা। অ্যাওয়েতে প্রথম লেগে ১-১ গোলে ড্র করায় ফাইনালে ওঠার জোর সম্ভাবনা ছিল দলটির। কিন্তু বুধবার নিজেদের মাঠে অনুষ্ঠিত ফিরতি লেগের খেলায় এসি মিলানের কাছে বিধ্বস্ত হয়েছে তারা। ৩-০ গোলে হেরেছে। ফলে ৪-১ গোল গড়ের জয় নিয়ে ফাইনালে পৌঁছেছে এসি মিলান।
পুরো মৌসুম দারুণ ছন্দে ইন্টার মিলান। কিন্তু এসি মিলানের সামনে পড়লেও কোথায় যেন হারিয়ে যায় তাদের দাপট। এ মৌসুমে এসি মিলানের অর্জন বলতে তেমন কিছু নয়। কিন্তু ইন্টার মিলানকে সামনে পেলে তারা হয়ে যায় অপ্রতিদ্বন্দ্বী। এ মৌসুমে এবার নিয়ে ইন্টার মিলানের বিপক্ষে তৃতীয় জয়ের মুখ দেখেছে। জানুয়ারিতে ইতালিয়ান সুপার কাপে এসি মিলানের কাছে বিধ্বস্ত হয়েছিল ইন্টার মিলান।
ম্যাচে ইন্টার মিলানের শুরুটা ছিল আশা জাগানিয়া। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে এক ফ্রি কিক থেকে গোলের সম্ভাবনা তৈরি করেছিলেন ফেডেরিকো ডিমার্কো। সুুযোগ পেয়েছিলেন ইন্টার মিলান অধিনায়ক লাউতারো মার্টিনেজ। কিন্তু তিনি তা কাজে লাগতে ব্যর্থ হন। বিপরীতে এসি মিলান প্রথম সুযোগ পায় ৩৬তম মিনিটে। লুকা জোভিচ সুযোগটি কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন। বিরতির পরপরই আবার গোলের দেখা পান জোভিচ। তার এ গোলে ইন্টার মিলানের সম্ভাবনা শেষ হয়ে যায়। ম্যাচের শেষ সময়ে আবার গোল হজম করে ইন্টার মিলান।
অন্য সেমিফাইনালে এম্পোলিকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে বোলোনিয়া। আগামী ১৪ মে রোমে তারা শিরোপা লড়াইয়ে এসি মিলানের মুখোমুখি হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















