আগামী সপ্তাহে প্রীতি ফুটবল ম্যাচে মাঠে নামবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ অ্যাঙ্গোলা। নভেম্বরে তো বটেই এ বছরের বাকি সময়ে এই একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরই মধ্যে দলটির কোচ লিওনেল স্ক্যালোনি দল ঘোষণা করেছেন। লিওনেল মেসির নেতৃত্বে দল ঘোষণা করেছেন কোচ। দলে আছেন রদ্রিগো ডি পলও।
আর্জেন্টিনার প্রীতি ম্যাচটি ১৪ নভেম্বর মাঠে গড়াবে। তবে একটা সমস্যা তৈরি হয়েছে। লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির খেলা রয়েছে। মায়ামি আগামী ৮ নভেম্বর মেজর লিগ সকারের প্লে অফের তৃতীয় ম্যাচ মাঠে নামবে। এ ম্যাচে জয় পেলে তারা সেমিফাইনালে খেলবে। আগামী ২২ অথবা ২৩ নভেম্বর সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
স্ক্যালোনি একই সমস্যার মুখোমুখি হয়েছিলেন অক্টোবরও। লিওনেল মেসি ও রদ্রিগো দি পলকে নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দি পল খেললেও মেসি মাত্র একটা ম্যাচ খেলেছিলেন।
মেজর লিগ সকারের প্লে অফের তিন ম্যাচের প্রথমটিতে জয় পেয়েছিল ইন্টার মায়ামি। দ্বিতীয় ম্যাচে তারা হেরে যায়। ন্যাশভিলে এসসির বিপক্ষে আগামীকাল ইন্টার মায়ামি তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে। এ ম্যাচের জয়ী দল সেমিফাইনাল উঠবে। প্রথম ম্যাচে মায়ামি ৩-১ গোলে জয় পেয়েছিল। দ্বিতীয় ম্যাচে তারা ২-১ গোলে হেরে যায়।
