সময়টা ভালো যাচ্ছে না ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনালের। প্রিমিয়ার লিগে সর্বশেষ তিন ম্যাচে পয়েন্ট হারানো দলটির চ্যাম্পিয়ন্স লিগেও ভাগ্য পরিবর্তন হয়নি। বুধবার রাতে তারা হেরে গেছে। অ্যাওয়ে ম্যাচে ইন্টার মিলানের কাছে ১-০ গোলে হেরেছে প্রিমিয়ার লিগের দলটি। প্রথমার্ধের ইনজুরি সময়ে পেনাল্টিতে একমাত্র গোলটি করেন হাকান কালনোগ্লু।
চ্যাম্পিয়ন্স লিগে উভয় দলের এটি ছিল চতুর্থ ম্যাচ। আগের তিন ম্যাচেই কোনো দলই গোল হজম করেনি। আর্সেনাল এবার পারলো না। বিরতির ঠিক আগ মুহুর্তে মিকেল মেরিনোর হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পায় ইন্টার মিলান। তা থেকে ঠান্ডা মাথায় গোল করেন হাকান কালনোগ্লু। এ গোলের মাঝ দিয়ে হাকান পেনাল্টিতে গোল করার সাফল্য শতভাগ ধরে রেখেছেন। ইন্টার মিলানে যোগ দেওয়ার পর সব ধরণের প্রতিযোগিতায় ১৯টি পেনাল্টি নিয়েছেন তিনি। প্রতিটাতেই গোল করেছেন।
প্রথমার্ধে পিছিয়ে পড়া আর্সেনাল দ্বিতীয়ার্ধে গোল ফিরিয়ে দিতে সব ধরণের চেষ্টা করেছে। একটা বা দুটো নয়, এ অর্ধে ১৪বার ইন্টার মিলানের সীমানায় আক্রমণ করেছে তারা। কিন্তু সাফল্যের দেখা পায়নি। আর তাতেই পয়েন্ট টেবিলের শীর্ষ আটের বাইরে ছিটকে গেছে তারা।
চ্যাম্পিয়ন্স লিগের নতুন নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের শীর্ষ আট দল নক আউট পর্বে সরাসরি সুযোগ পাবে। আর্সেনাল সেই আটের বাইরে চলে গেছে। অন্যদিকে জয়ের ফলে ইন্টার মিলান পাঁচ নম্বরে চলে এসেছে। ৪ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১০। আর্সেনালের ৭।
আর্সেনাল সব ধরণের প্রতিযোগিতায় সর্বশেষ ছয় ম্যাচের তিনটিতেই হেরেছে। এর মধ্যে ঘরোয়া লিগে দুই ম্যাচে হেরেছে তারা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















